Featured Video Play Icon

Amar Mote | আমার মতে

Hemlock Society (2012)

Male version:

কতবার তোর বাড়ি গিয়ে ফিরে, ফিরে এলাম
আমার মতে তোর মতন কেউ নেই ।
কতবার তোর জানলা দিয়ে গলে’ হলুদ খাম
আমার মতে তোর মতন কেউ নেই ।

তোর বাড়ির পথে সারি সারি সৈন্য
তোর বাড়ির পথে সারি সারি সৈন্য
যতটা লুকিয়ে কবিতায় –
তারও বেশি ধরা পড়ে যায় ।

তোর উঠোন জুড়ে বিশাল অঙ্ক ,
কষতে বারণ ছিল তাই –
কিছুই বোঝা গেল না প্রায় ।
কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া ।
কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া ।

কতবার তোর বাড়ি গিয়ে ফিরে, ফিরেএলাম
আমার মতে তোর মতন কেউ নেই ।
কতবার তোর জানলা দিয়ে গলে’ হলুদখাম
আমার মতে তোর মতন কেউ নেই ।
আমার মতে তোর মতন কেউ নেই ।
আমার মতে তোর মতন কেউ নেই ।

Female version:

কতবার তোর আয়না ভেঙে চুরে ঘুরে তাকাই
কতবার তোর কাঁচা আলোয় ভিজে গান শোনাই
আমার মতে তোর মতন কেউ নেই ।

এই মৃত মহাদেশে রোদ্দুর বারবার
এ মৃত মহাদেশে রোদ্দুর বারবার
হ​য়ত নদীর কোনো রেশ
রাখতে পারিনি অবশেষ
অথবা খেলায় সব হাতগুলো
হারবার পরেও খেলেছি এক দান
বুঝিনি কিসের এতো টান
কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া ।
কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া ।
কতবার তোর আয়না ভেঙে চুরে ঘুরে তাকাই
আমার মতে তোর মতন কেউ নেই ।
কতবার তোর কাঁচা আলোয় ভিজে গান শোনাই
আমার মতে তোর মতন কেউ নেই ।

Film : Hemlock Society
Song : Amar Mote Tor Moton Keu Neia
Starring : Parambrata Chatterjee, Koel Mallick, Dipankar De, Roopa Ganguly
Producer : Shree Venkatesh Films.
Presenter : Shrikant Mohta & Mahendra Soni
Direction, Script and Screenplay: Srijit Mukherji
Music and Lyrics: Anupam Roy
Singers : Lopamudra Mitra(Female Version), Anupam Roy(Male version)

Video from YouTube for Amar Mote Tor Moton Keu Nei :

1 thought on “Amar Mote | আমার মতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *