টাপুর টুপুর বৃষ্টি ঝরে
টাপুর টুপুর বৃষ্টি ঝরে কোন সে আকাশ থেকে
ও আমার কমলিনী শিহরিয়া যায়
টাপুর টুপুর বৃষ্টি ঝরে কোন সে আকাশ থেকে
ও আমার কমলিনী শিহরিয়া যায়
টাপুর টুপুর বৃষ্টি ঝরে
যেন লজ্জাবতীর চরণ হতে
আলতা ধুইয়া যায়
টাপুর টুপুর বৃষ্টি ঝরে
দেহের অঙ্গনে কাঁদে যেন কারো মন
দেহের অঙ্গনে কাঁদে যেন কারো মন
কটিতটি ছমকিয়া বেঁধেছে যৌবন
যেন বাতাসেতে বনলতা দুলে দুলে যায়
টাপুর টুপুর বৃষ্টি ঝরে কোন সে আকাশ থেকে
ও আমার কমলিনী শিহরিয়া যায়
টাপুর টুপুর বৃষ্টি ঝরে
তোমার গোপন কথা যত আছে বন্ধু বুকে
অঞ্চলে ঢাকিলে তবু ঢাকা নাহি থাকে
তোমার গোপন কথা যত আছে বন্ধু বুকে
অঞ্চলে ঢাকিলে তবু ঢাকা নাহি থাকে
স্বপ্নের দেউল যেন তব দুটি আঁখি
স্বপ্নের দেউল যেন তব দুটি আঁখি
কিছু স্বপ্ন দাও বন্ধু আমিও তো দেখি
কেন অধরের বাঁশি যেন সুর ভুলে যায়
টাপুর টুপুর বৃষ্টি ঝরে কোন সে আকাশ থেকে
ও আমার কমলিনী শিহরিয়া যায়
টাপুর টুপুর বৃষ্টি ঝরে
Song: Tapur Tupur Bristi Jhore
Artist: Hemanta Mukherjee
Movie: Phueswari(1974)
Director: Tarun Majumdar
Writers: Bibhutibhushan Bandyopadhyay
Starcast: Sandhya Roy, Samit Bhanja
Video from YouTube for Tapur Tupur Bristi Jhore :