Featured Video Play Icon

O Madhu | ও মধু

Rangbaaz (2013)

হেই ইউ লিসন টু মি
ইউ আর মাই লাভ জানো তুমি
হেই ইউ লিসন টু মি
ইউ আর মাই লাভ জানো তুমি

হেই ইউ লিসন টু মি
ইউ আর মাই লাভ জানো তুমি
হেই ইউ লিসন টু মি
ইউ আর মাই লাভ জানো তুমি
তুমি তুমি তুমি করে জেগে থাকি রাত ভোরে
লাল-নীল স্বপ্নের ভীড়
দুজনেই কাছাকাছি বালুচর জুড়ে আছি
হতে চাই একলা নিবিড়।

ও মধু, ও মধু,
আই লাভ ইউ, আই লাভ ইউ
ও মধু, ও মধু,
আই লাভ ইউ, আই লাভ ইউ।

তুমি তুমি তুমি করে,
জেগে থাকি রাত ভোরে
লাল-নীল স্বপ্নের ভীড়
দুজনেই কাছাকাছি, বালুচর জুড়ে আছি
হোতে চাই একলা নিবিড়।

কাটছে না দিন, তোর কথা না ভেবে
ঘুম ভোরের আকাশ তোর ছবি হাতড়াবে।
মুখ-মুখী ক্যানভাসে জলরঙে মন ভাসে
পাল তুলে ইচ্ছে জাহাজ,
ছুটি ছুটি মন ওড়ে ছুটে যাবো তোর ঘরে
তুই হলি আমার যে আজ।

ও মধু, ও মধু,
আই লাভ ইউ, আই লাভ ইউ
ও মধু, ও মধু,
আই লাভ ইউ, আই লাভ ইউ।

তুমি তুমি তুমি করে,
জেগে থাকি রাত ভোরে
লাল-নীল স্বপ্নের ভীড়
দুজনেই কাছাকাছি, বালুচর জুড়ে আছি
হোতে চাই একলা নিবিড় হে হে।

ভাঙছে না ঘুম আর চোখে তোর হাসি
মুখ মনের আলোর মন কেড়ে নেয় কার বাঁশি।
চুপিচুপি পাশাপাশি,
আলগোছে ভালোবাসি
খুশি এলো হঠাৎ যে রাশ
চোখে চোখে ইশারাতে বেহিসাবি মন মাতে
এলো যে হঠাৎ মধুমাস।

ও মধু, ও মধু আই লাভ ইউ, আই লাভ ইউ
ও মধু, ও মধু আই লাভ ইউ, আই লাভ ইউ।

Song: O Madhu
Movie: Rangbaaz
Artists: Benny Dayal & Monali Thakur
Director: Raja Chanda
Star Casting: Dev, Koel Mallick
Music: Jeet Gannguli
Lyrics: Raja Chanda
Choreographer: Baba Yadav and Sankaraiyya

Video from YouTube for O Madhu :
https://youtu.be/5mCjXIFzThY

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *