আমার ভিনদেশী তারা
একা রাতেরই আকাশে
তুমি বাজালে একতারা
আমার চিলেকোঠার পাশে।
ঠিক সন্ধ্যে নামার মুখে
তোমার নাম ধরে কেউ ডাকে
মুখ লুকিয়ে কার বুকে
তোমার গল্প বলো কাকে?
আমার রাত জাগা তারা,
তোমার অন্য পাড়ায় বাড়ী,
আমার ভয় পাওয়া চেহারা,
আমি আদতে আনাড়ী।
আমার আকাশ দেখা ঘুড়ি
কিছু মিথ্যে বাহাদুরি
আমার আকাশ দেখা ঘুড়ি
কিছু মিথ্যে বাহাদুরি
আমার চোখ বেঁধে দাও আলো
দাও শান্ত শীতল পাটি।
তুমি মায়ের মতই ভালো
আমি একলাটি পথ হাঁটি।
আমার বিচ্ছিরি একতারা
তুমি নাও না কথা কানে।
তোমার কিসের এতো তাড়া
সে রাস্তা পার হবে সাবধানে।
তোমার গায়ে লাগেনা ধুলো
আমার দু-মুঠো চাল চুলো
তোমার গায়ে লাগেনা ধুলো
আমার দু-মুঠো চাল চুলো
রাখো শরীরে হাতে যদি
আর জল মাখো দুই হাতে
প্লীজ ঘুম হয়ে যাও চোখে
আমার মন খারাপের রাতে।
আমার রাত জাগা তারা
তোমার আকাশ ছোঁয়া বাড়ী।
আমি পাইনা ছুঁতে তোমায়
আমার একলা লাগে ভারি।
আমার রাত জাগা তারা
তোমার আকাশ ছোঁয়া বাড়ী।
আমি পাইনা ছুঁতে তোমায়
আমার একলা লাগে ভারী।
হুম হুম…
Film : Antaheen (2009)
Song : Amar Bhindeshi Tara
Singer : Anindya Chatterjee
Music Director : Shantanu Moitra
Starcast : Sharmila Tagore, Aparna Sen, Kunal Roy, Rahul Bose, Radhika Apte
Video from YouTube for Amar Bhindeshi Tara: