আমি যে জলসাঘরে
বেলোয়াড়ী ঝাড়।
আমি যে জলসাঘরে
বেলোয়াড়ী ঝাড়।
আমি যে জলসাঘরে
নিশি ফুরালে কেহ
চায় না আমায় জানি গো আর।
নিশি ফুরালে কেহ
চায় না আমায় জানি গো আর।
আমি যে জলসাঘরে
আমি যে আতর ওগো
আতরদানী ভরা।
আমি যে আতর ওগো
আতরদানী ভরা।
আমারই কাজ হলো যে
গন্ধে খুশী করা।
কে তারে রাখে মনে
ফুরালে হায় গন্ধ যে তার।
কে তারে রাখে মনে
ফুরালে হায় গন্ধ যে তার।
আমি যে জলসাঘরে
হায় গো কী যে আগুন
জ্বলে বুকের মাঝে।
হায় গো কী যে আগুন
জ্বলে বুকের মাঝে।
বুঝেও তবু বলতে পারি না যে
আলেয়ার পিছে আমি
মিছেই ছুটে যাই বারে বার।
আলেয়ার পিছে আমি
মিছেই ছুটে যাই বারে বার।
আমি যে জলসাঘরে
বেলোয়াড়ী ঝাড়।
আমি যে জলসাঘরে
Song: Ami Je Jolsha Ghore
Movie : Antony Firingee (1967)
Artist : Manna Dey
Lyricist : Gauriprasanna Mazumder
Music Director : Anil Bagchi
Director : Sunil Banerjee
Starcast : Uttam Kumar,Tanuja,Asit Baran,Ashim Kumar
Video from YouTube for Ami Je Jolsha Ghore :