Featured Video Play Icon

Nagor Amar Kacha Pirit | নাগর আমার কাঁচা পিরীত

Anyay Abichar (1985)

নাগর আমার কাঁচা পিরীত পাকতে দিলো না।
ও নাগর আমার কাঁচা পিরীত পাকতে দিলো না।
গা গতোরে সোনার সোহাগ মাখতে দিলো না না,
নাগর আমার কাঁচা পিরীত পাকতে দিলো না।
গা গতোরে সোনার সোহাগ মাখতে দিলো না না
নাগর আমার কাঁচা পিরীত পাকতে দিলো না।
ও ও নাগর আমার কাঁচা পিরীত পাকতে দিলো না।

কাঁচা বয়স থেকেই আমার জোয়ান ভূতে ধরে।
গা ছমছম করে আমায়​ একলা শুতে ঘরে।
কাঁচা বয়স হায় হায় কাঁচা বয়স,
হায়রে কাঁচা বয়স থেকেই আমায়​ জোয়ান ভূতে ধরে।
গা ছমছম করে আমার একলা শুতে ঘরে।
ফুলে আমার ভ্রমরাটাকে থাকতে দিলো না না,
নাগর আমার কাঁচা পিরীত পাকতে দিলো না।
ও ও নাগর আমার কাঁচা পিরীত পাকতে দিলো না।

যৌবনেরই ফুল বাগানে গোলাপ টগর ঝরে,
চোখাচুখির চৌকিদারি শুধুই রগড়​ করে।
হায় হায় যৌবনেরই
হায়রে যৌবনেরই ফুল বাগানে গোলাপ টগর ঝরে,
চোখাচুখির চৌকিদারি শুধুই রগড়​ করে।
তোমায় যে তাই প্রেমের মধু চাকতে দিলো না না।
নাগর আমার কাঁচা পিরীত পাকতে দিলো না।
নাগর আমার কাঁচা পিরীত পাকতে দিলো না।

কাঁচা কাঁঠাল পাকাতে যে কিলোতে হয় তাকে,
রসের চিমটি না খেলে কি পিরীত বলো পাকে।
হায় কাঁচা কাঁঠাল
ও কাঁচা কাঁঠাল
ও কাঁচা কাঁঠাল পাকাতে যে কিলোতে হয় তাকে,
রসের চিমটি না খেলে কি পিরীত বলো পাকে।
কলঙ্কেরই ভ​য় যে কাছে ডাকতে দিলো না না।
নাগর আমার কাঁচা পিরীত, পাকতে দিলো না।
এ নাগর আমার কাঁচা পিরীত, পাকতে দিলো না।

ঢঙের কথা ঢের শুনেছি, ছাড়োনা মশকরা,
বেহায়া না হলে কি মন যায় বলো বশ করা।
এ ঢঙের কথা
হায় হায় ঢঙের কথা
ও ঢঙের কথা ঢের শুনেছি, ছাড়োনা মশকরা,
বেহায়া না হলে কি মন যায় বলো বশ করা।
লজ্জা তোমার মনে এ মন রাখতে দিলো না না।
নাগর আমার কাঁচা পিরীত পাকতে দিলো না।
গা গতোরে সোনার সোহাগ মাখতে দিলো না না না
নাগর আমার কাঁচা পিরীত পাকতে দিলো না।
ও নাগর আমার কাঁচা পিরীত পাকতে দিলো না।

Song: Nagor Amar Kacha Pirit
Artist: Asha Bhosle/Shailendra Singh
Movie: Anyay Abichar (1985)
Director: Shakti Samanta
Music Director: R.D.Burman
Lyricist: Gauriprasanna Mazumder
Star Casting: Mithun Chakraborty,Rozina,Utpal Dutta and others

Video from YouTube for Nagor Amar Kacha Pirit:

https://www.youtube.com/watch?v=Sk9_fHOBGCo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *