Featured Video Play Icon

Jaja Behaya Pakhi Jana | যা যা বেহায়া পাখি যা না

Dhanyi Meye (1971)

 

যা যা বেহায়া পাখি যানা অন্য কোথা যা না –
কেউ করেনি মানা অন্য কোথা যা না ।
যা যা বেহায়া পাখি যানা অন্য কোথা যা না –
কেউ করেনি মানা অন্য কোথা যা না ।
বউ নই তবু বউ কথা কউ বলে কেন পাখি ডাকে ?
বউ নই তবু বউ কথা কউ বলে কেন পাখি ডাকে ?
বউ নই তবু বউ কথা কউ বলে কেন পাখি ডাকে ?
এমন দস্যি মেয়ে কারও হয় নাকি বউ ?
ঘোমটা পরে কে থাকে ?
এমন দস্যি মেয়ে কারও হয় নাকি বউ ?
ঘোমটা পরে কে থাকে ?
কিছুতেই সইবনা শাশুড়ির গঞ্জনা
তাই বলি -আমি তাই বলি
পাখি তুই যানা যানা যানা যাযা যা যাযা যা –
যা যা বেহায়া পাখি যানা অন্য কোথা যানা –
কেউ করেনি মানা অন্য কোথা যানা ।
তবু কোনদিন সব জেনে ওগো কেউ যদি বউ করে –
তবু কোনদিন সব জেনে ওগো কেউ যদি বউ করে –
আমায় পায়ে ধরে যদি সেধে নিয়ে যায় কখন কারও ঘরে ।
আমায় পায়ে ধরে যদি সেধে নিয়ে যায় কখন কারও ঘরে ।
তখনই ডাকলে পড়ে  সারা নাই দেব তরে
বলবনা আমি বলবনা আর বলবনা –
পাখি তুই যানা যানা যানা যাযা যা যাযা যা –
এখন যা যা বেহায়া পাখি যানা অন্য কোথা যা না –
কেউ করেনি মানা অন্য কোথা যা না ।
যা যা বেহায়া পাখি যানা অন্য কোথা যা না –
কেউ করেনি মানা অন্য কোথা যা না ।
Movie : Dhanni Meye (1971)
Song : Radhe Montake Niye Eli Kon Mathuray
Star Cast: Jaya Badhuri
Play Back: Hemanta Mukherjee, Manna De, Aroti Mukherjee
Music: Nochiketa Ghosh
Director: Aurobinda Mukherjee
Video from YouTube for Jaja Behaya Pakhi Jana :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *