Featured Video Play Icon

Hazar Takar Jharbatita | হাজার টাকার ঝাড়বাতিটা

Stree (1972)

হাজার টাকার ঝাড়বাতিটা রাতটা কে যে দিন করেছে
তারি নীচে বাইজি নাচে ঠুমরী গানের টুকরো ছুঁড়ে
হাজার টাকার ঝাড়বাতিটা
তবলচিটা দিচ্ছে ঠেকা সারেঙ্গিটা সুর ধরেছে
পিচকিরিটা ঢালছে আতর ধূপের ধোঁয়া যাচ্ছে উড়ে
হাজার টাকার ঝাড়বাতিটা

পরোয়া তো নেই দু দশ লাখ হয় যদি হোক দেনা
একটি রাতের মেজাজটা হোক অনেক টাকায় কেনা
আঙুর ফলের রঙ্গিন রসে পান পেয়ালা ঐ ধরেছি
স্বপ্নে দুচোখ জড়িয়ে আসুক সুরভি আর সুরায় সুরে
হাজার টাকার ঝাড়বাতিটা
ধরনা ধরনা সীতাপতি
তারি নীচে বাইজি নাচে ঠুমরী গানের টুকরো ছুঁড়ে
হাজার টাকার ঝাড়বাতিটা

রাজা
যে টাকাটা মারছো ছুঁড়ে শোভানাল্লা দিয়ে
সেই টাকাটাই পড়ত যদি একটু দূরে গিয়ে
বেঁচে যেত হয়তো কারো কঠোর জঠর জ্বালা
খুলে যেত বন্ধ দ্বারের অন্ধকারের তালা
অনাহারের শীতে কেঁপে যে গাছেরি ডাল মরেছে
হয়তো বাঁচার আশা জাগত শিকড় ফুঁড়ে

শিকড় ফুঁড়ে গাছের মতো (বুঝলে সীতাপতি
শেকড় ফুঁড়ে গাছের মতো আগাছাও তো হয়
মেজাজটাই তো আসল রাজা আমি রাজা নয়
তোমরা কেন এত বোকা সেই কথাটাই ভাবি
আমার হীরের আংটি না পেলে ওর জ্বলত কি ওই নাকছাবি
হাজার টাকার ঝাড়বাতিটা রাতটা কে যে দিন করেছে
তারি নীচে বাইজি নাচে ঠুমরী গানের টুকরো ছুঁড়ে
হাজার টাকার ঝাড়বাতিটা

Song: Hazar Takar Jharbatita
Film: Stree (1972)
Singer: Manna Dey and Hemanta Mukherjee
Director: Salil Dutta
Star Casting: Uttam Kumar, Arati Bhattacharya, Soumitra Chatterjee

Video from YouTube for Hazar Takar Jharbatita :
https://www.youtube.com/watch?v=PYmwr6FnO14

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *