Featured Video Play Icon

Uthche Jege Sokal Gulo| উঠছে জেগে সকালগুলো

Autograph (2010)

উঠছে জেগে সকালগুলো,
পাশ ফিরে মন আবার শুলো
এবার তোকে আদর চোখে দেখবে সে।
দেখবে দামাল প্রেম কিরকম,
মন্ত্র ছাড়াই জ্বেলেছে হোম
কাঁপছে আলো বাসবে ভালো সব শেষে।
উঠছে জেগে সকালগুলো,
পাশ ফিরে মন আবার শুলো
এবার তোকে আদর চোখে দেখবে সে।
দেখবে দামাল প্রেম কিরকম,
মন্ত্র ছাড়াই জ্বেলেছে হোম
কাঁপছে আলো বাসবে ভালো সব শেষে।
আয় চলে আয় কোনো অন্য সুরে গান ধরে
আয় চলে আয় কারণ বারণ সব যাক সরে
আয় চলে আয় আজ উড়ব পাথর​ প্রান্তরে
আয় চলে আয় আজ তোর সাথে হই একঘরে।

খুনসুটি আর ঝগড়াঝাটি,
আড্ডা হবে খুব জমাটি
দেওয়াল ঘড়ির পিছল সুরে রাখতে তাল।
পরকীয়ায় তোর ভ্রূকুটি শীতের দুপুর গুটিসুটি
কিম্বা রাতে আবছায়াতে রঙমশাল।
খুনসুটি আর ঝগড়াঝাটি,
আড্ডা হবে খুব জমাটি
দেওয়াল ঘড়ির পিছল সুরে রাখতে তাল।
পরকীয়ায় তোর ভ্রূকুটি শীতের দুপুর গুটিসুটি
কিম্বা রাতে আবছায়াতে রঙমশাল।
আয় চলে আয় কোনো অন্য সুরে গান ধরে
আয় চলে আয় বারণ কারণ সব যাক সরে
আয় চলে আয় আজ উড়ব পাথর​ প্রান্তরে
আয় চলে আয় আজ তোর সাথে হই একঘরে।
আয় চলে আয়
আয়
আয় চলে আয়
আয় চলে আয়
চলে আয়-
চলে আয়-
ও ও ওও আহা

Song: Uthche Jege Sokal Gulo
Artist: Shreya Ghoshal
Movie: Autograph (2010)
Director: Srijit Mukherji
Music: Debojyoti Mishra
Lyrics: Srijit Mukherji
Star Casting: Prosenjit Chatterjee, Nandana Sen, Indraneil Sengupta

Video from YouTube for Uthche Jege Sokal Gulo:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *