Featured Video Play Icon

Kotha Kichu Kichu Bujhe Nite Hoye | কথা কিছু কিছু বুঝে নিতে হয়

Anondo Asham (1977)

কথা কিছু কিছু বুঝে নিতে হয়
সেতো মুখে বলা যায় না
সেতো মুখে বলা যায় না
কথা কিছু কিছু বুঝে নিতে হয়
সেতো মুখে বলা যায় না
সেতো মুখে বলা যায় না
চোখের কথাই মনের কথা
চোখই মনেরই আয়না
কথা কিছু কিছু বুঝে নিতে হয়
সেতো মুখে বলা যায় না
সেতো মুখে বলা যায় না

মন আছে যার মনের কথা সেই শুধু নেয় বুঝে
মন তো সে তো মেনে ওগো অনেক ঝিনুক খুঁজে
বুঝলে ভালো না বুঝলেই বাড়ে বুকের জ্বালা
কুঁড়ির থেকে হয় গো যে ফুল ফুলের থেকেই মালা
সহজে ভালোবাসা কেউ পায় না
কথা কিছু কিছু বুঝে নিতে হয়
সেতো মুখে বলা যায় না
সেতো মুখে বলা যায় না

ফুল ছাড়া আর কেই বা বোঝে ভ্রমরেরি ভাষা
মধু খেতেই ভ্রমরের তো ফুলের কাছে আসা
বোঝোনি কি এখন গো দিলাম এ মন কারে
সাগর মাঝে এসে নদী ফিরতে কি আর পারে
মন ছাড়া মন কিছু চায় না
কথা কিছু কিছু বুঝে নিতে হয়
সেতো মুখে বলা যায় না
সেতো মুখে বলা যায় না

Song: Kotha Kichu Kichu Bujhe Nite Hoye
Film: Anondo Asham (1977)
Singer: Arati Mukherjee & Shymal Mitra
Director, Producer, Writer : Shakti Samanta
Dialogue: Prabhat Roy
Story by: Sailajananda Mukhopadhyay
Music by: Shyamal Mitra
Cinematography: Aloke Dasgupta
Editing by: Bijoy Chowdhary
Star Casting: Ashok Kumar, Uttam Kumar, Sharmila Tagore, Moushumi Chatterjee

Video from YouTube for Kotha Kichu Kichu Bujhe Nite Hoye :
https://www.youtube.com/watch?v=ti9KCMydlW4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *