হায় রে পোড়া বাঁশি ঘরেতে ও রইতে দিলো না ঘরেতে
হায় রে পোড়া বাঁশি ঘরেতে ও রইতে দিলো না ঘরেতে
হায় রে পোড়া বাঁশি হায় হায় পোড়া বাঁশি
দেখিনি কখন শুনেছি আকাশে চাঁদ ওঠে গো
দেখিনি ফুল আমি মনেতে ফুল বুঝি আজ ফোটে গো
দেখিনি কখন শুনেছি আকাশে চাঁদ ওঠে গো
দেখিনি ফুল আমি মনেতে ফুল বুঝি আজ ফোটে গো
হায় রে মলয়া কে দখিনে ও বইতে দিলো না ঘরেতে
হায় রে পোড়া বাঁশি হায় হায় পোড়া বাঁশি
কি যে জ্বালাতনে পড়েছি কাকেই বা আর বলি গো
সুখেরি জ্বালাতে বাঁশের বিষেতে হায় জ্বলি গো
কি যে জ্বালাতনে পড়েছি কাকেই বা আর বলি গো
সুখেরি জ্বালাতে বাঁশের বিষেতে হায় জ্বলি গো
হায় রে কোনো কথা আমাকে কইতে দিলো না ঘরেতে
হায় রে পোড়া বাঁশি হায় হায় পোড়া বাঁশি
চোখ গেল চোখ বলে যে পাখিটা ওই ডাকে রে
যার চোখই নেই কিহবে একথা শুনিয়ে তাকে রে
হায় রে পোড়া মনের জ্বালা সে সইতে দিলো না জ্বালা সে
হায় রে পোড়া বাঁশি
Song: Hai Re Pora Banshi
Movie: Anusandhan (1981)
Artist: Lata Mangeshkar
Music Composer: Rahul Dev Burman
Lyricist: Gouri Prasanna Majumder
Directed: Shakti Samanta
Star Casting: Amitabh Bachchan, Raakhe, Amjad Khan, Abhi Bhattacharya, Utpal Dutt, Prema Narayan, Asit Sen
Video from YouTube for Hai Re Pora Banshi :
https://www.youtube.com/watch?v=-XqghHxnVrk