টিয়া টিয়া টিয়া অজ পাড়াগাঁয়ে থাকে
টেরা চোখে তাকায় টিয়া নোলক পরা নাকে
টিয়া টিয়া টিয়া অজ পাড়াগাঁয়ে থাকে
টেরা চোখে তাকায় টিয়া নোলক পরা নাকে
টিয়া টিয়া টিয়া
হংসরাজা বর যে তারি টিয়া চলে শ্বশুরবাড়ি
হংসরাজা বর যে তারি টিয়া চলে শ্বশুরবাড়ি
এমন সময় পেটুক শিয়াল হুক্কাহুয়া ডাকে
হুক্কাহুয়া হুক্কাহুয়া
টেরা চোখে তাকায় টিয়া নোলক পরা নাকে
চায় যে শিয়াল হংসরাজের ঘাড় মটকে খেতে
লকলকে তার জিভটা যে তাই নাচে আনন্দেতে
চায় যে শিয়াল হংসরাজের ঘাড় মটকে খেতে
লকলকে তার জিভটা যে তাই নাচে আনন্দেতে
হংস ভয়ে কেঁপে মরে টিয়া এসে তাকে ধরে
হংস ভয়ে কেঁপে মরে টিয়া এসে তাকে ধরে
মস্ত বড়ো লাঠি দিয়ে তাড়ায় শিয়ালটাকে
আঁহাহা আঁহাহা
টেরা চোখে তাকায় টিয়া নোলক পরা নাকে
টিয়া টিয়া টিয়া অজ পাড়াগাঁয়ে থাকে
টেরা চোখে তাকায় টিয়া নোলক পরা নাকে
টিয়া টিয়া টিয়া
Song: Tiya Tiya Tiya
Movie: Hangsaraaj (1975)
Artist: Shyamasree Mazumder
Music Director: Sudhin Dasgupta
Lyricist: Pulak Banerjee
Director: Ajit Ganguly
Star Casting: Master Arindam, Kali Banerjee, Sandhyarani
Video from YouTube for Tiya Tiya Tiya :