বোলোনা রাধিকা তাকে, যেও না, যেও না প্রিয়।
বোলোনা রাধিকা তাকে, যেও না, যেও না প্রিয়।
চলে যেতে চায় সে যদি
চলে যেতে চায় সে যদি
চলে তাকে যেতে দিও।
বোলোনা রাধিকা তাকে, যেও না, যেও না প্রিয়।
যেমনও বনেরও লতা বসন্ত চলে গেলে,
যেন বা মনেরও কথা বধূয়া গিয়েছে ভুলে।
যেমনও বনেরও লতা বসন্ত চলে গেলে,
যেন বা মনেরও কথা বধূয়া গিয়েছে ভুলে।
যতটুকু মনে আছে ততটুকু সাথে নিও।
যতটুকু মনে আছে ততটুকু সাথে নিও।
বলো না রাধিকা তাকে যেও না, যেও না প্রিয়।
অযথা দুরাশা যদি খুঁজে ফেরে হারানিধি
খুঁজে ফেরে হারানিধি গো
অযথা দুরাশা যদি খুঁজে ফেরে হারানিধি
ছলনারও গতিবিধি ভাঙে হৃদি তা জানিও।
ছলনারও গতিবিধি ভাঙে হৃদি তা জানিও।
বোলোনা রাধিকা তাকে, যেও না, যেও না প্রিয়।
চলে যেতে চায় সে যদি
চলে যেতে চায় সে যদি চলে তাকে যেতে দিও।
বোলোনা রাধিকা তাকে, যেও না, যেও না প্রিয়।
বোলোনা রাধিকা হুহু
নানা নানা নানা প্রিয়-
Song: Bolo Na Radhika Take
Movie: Shah Jahan Regency (2019)
Artist: Monali Thakur
Lyricist: Ritam Sen
Composer: Prasen
Director: Srijit Mukherji
Star Casting: and others
Video from YouTube for Kichchu Chaini Ami :