তোকে রোজ সকালে দেখতে ইচ্ছে হয়।
তোকে সঙ্গে পেলে করবো যুদ্ধ জয়।
তোকে রোজ সকালে দেখতে ইচ্ছে হয়।
তোকে সঙ্গে পেলে করবো যুদ্ধ জয়।
সারারাত ধরে, মায়া বন্দরে, তোর ঠিকানা
খুঁজে খুঁজে আশ মেটে না,
তোকে ছাড়া দিন কাটে না,
সুর কাটে, তাল লাগে না,
তোকে ছাড়া ভাল্লাগে না।
তোকে রোজ সকালে দেখতে ইচ্ছে হয়।
তোকে সঙ্গে পেলে করবো যুদ্ধ জয়।
তোকে রোজ সকালে দেখতে ইচ্ছে হয় ।
তোকে সঙ্গে পেলে করবো যুদ্ধ জয় ।
হুম উ উ উ উ হুম উ উ উ উ
হুম আ হাহাহা
মিছিমিছি কিছুমিছু খুনসুটি তোর আমার,
মেঘেদের কলরবে স্কুল ছুটি বৃষ্টি নামায়,
ডাকনামে ডেকে ওঠে চুপিসারে প্রিয় পিছুটান,
স্বপ্নের অক্ষরে ডানা মেলে অবাক উড়ান ।
তোকে অন্য নামে ডাকতে ইচ্ছে হয়,
তোর গন্ধ মেখে থাকতে ইচ্ছে হয়,
সারারাত ধরে, মায়া বন্দরে, তোর ঠিকানা
খুঁজে খুঁজে আশ মেটে না,
তোকে ছাড়া দিন কাটে না,
সুর কাটে, তাল লাগে না,
তোকে ছাড়া ভাল্লাগে না।
খুঁজে খুঁজে আশ মেটে না,
তোকে ছাড়া দিন কাটে না,
সুর কাটে, তাল লাগে না,
তোকে ছাড়া ভাল্লাগে না।
হা আআআআ হা আআআআ
হা আআ হুম উ উ
Song: Toke Chara
Film: Jamai Badal (2019)
Music: Jeet Gannguli
Artist: Jubin Nautiyal
Lyrics: Ritam Sen
Director: Ravi Kinagi
Star Casting: Soham Chakraborty, Hiraan Chatterjee, Paayel Sarkar & Koushani Mukherjee
Video from YouTube for Toke Chara :