ভোলা মন
হায় মনের কথা কাকে বলি আর
এমন করে ছিঁড়ল কেনে একতারাটার তার
ও উদাস বাউল নেই তো বাউল আর
ভোলা মন মন আমার
কাঁদতে গিয়ে হাসি কেনে
হাসতে গিয়ে কাঁদি
ভালোবাসার আদালতে হইলাম আমি বাদী
কাঁদতে গিয়ে হাসি কেনে
হাসতে গিয়ে কাঁদি
ভালোবাসার আদালতে হইলাম আমি বাদী
সংসারেতে সাজিলাম যে সং
এই বুঝেছি সার
মনের কথা কাকে বলি আর
এমন করে ছিঁড়ল কেনে একতারাটার তার
ও উদাস বাউল নেই তো বাউল আর
ভোলা মন মন আমার
এতো বড়ো আকাশতলে জীবন কেনে ছোটো
পীড়িতির ফুল মনবৃক্ষে ঝরবে জেনেই ফোটো
এতো বড়ো আকাশতলে জীবন কেনে ছোটো
পীড়িতির ফুল মনবৃক্ষে ঝরবে জেনেই ফোটো
জানি না তো কে যে আমার
আমি যে হায় কার
মনের কথা কাকে বলি আর
এমন করে ছিঁড়ল কেনে একতারাটার তার
ও উদাস বাউল নেই তো বাউল আর
ভোলা মন মন আমার
Movie : Bonpalasir Padabali (1972)
Song : Bhola Mon
Artist : Shyamal Mitra
Music Director : Shyamal Mitra
Lyricist : Gauriprasanna Mazumder
Director : Uttam Kumar
Starcast : Uttam Kumar, Supriya Devi, Basabi Nandy, Anil Chatterjee, Bikash Roy, Ketaki Dutta
Video from YouTube for Bhola Mon :