Featured Video Play Icon

O Bhaber Nagari | ও ভাবের নাগরী

ওরে ও ভাবের নাগরী নবীন বয়াসে যৌবন দুধ কলাতে পোষা সাপ আরে ও রসের নাগরা আ সেই সাপ ছোবল দিলেও তার যে সাত খুন মাপ ওরে ও ভাবের নাগরী নবীন বয়াসে যৌবন দুধ কলাতে পোষা সাপ তোমার প্রেমের এমনি জ্বালা কারো কাছে যায় না বলা মন করে আনচান হায় রে শিমুলের তুলা যেমন বাতাসে উড়ে […]

Continue Reading
Featured Video Play Icon

Amar Monta Tane | আমার মনটা টানে

আমার মনটা টানে আমার মনটা টানে ঘরের পানে কোথায় আমার ঘর যদি মন ঘরানি পাবে সে ঘর আশার খুঁটি দিয়া হায় রে ভাগ্য যে হ​য় ঝড় আমার ভাগ্য যে হ​য় ঝড় আমার মনটা টানে মাথার পরে কোথাও আকাশ মাটি পায়ের নীচে এদের ছেড়ে হায় রে কোথায় ঘর খুঁজি ভাই মিছে মাথার পরে কোথাও আকাশ মাটি […]

Continue Reading
Featured Video Play Icon

Amar E Poth | আমার এ পথ

আমার এ পথ তোমার পথের থেকে অনেক দূরে গেছে বেঁকে গেছে বেঁকে আমার ফুলে আর কি কবে তোমার মালা গাঁথা হবে তোমার বাঁশি দূরের হাওয়ায় কেঁদে বাজে তোমার বাঁশি দূরের হাওয়ায় কেঁদে বাজে কারে ডেকে কারে ডেকে আমার এ পথ শ্রান্তি লাগে পায়ে পায়ে শ্রান্তি লাগে পায়ে পায়ে বসি পথের তরুছায়ে শ্রান্তি লাগে সাথীহারার গোপন […]

Continue Reading
Featured Video Play Icon

Bhola Mon | ভোলা মন​

ভোলা মন​ হায় মনের কথা কাকে বলি আর এমন করে ছিঁড়ল কেনে একতারাটার তার ও উদাস বাউল নেই তো বাউল আর ভোলা মন​ মন​ আমার​ কাঁদতে গিয়ে হাসি কেনে হাসতে গিয়ে কাঁদি ভালোবাসার আদালতে হইলাম আমি বাদী কাঁদতে গিয়ে হাসি কেনে হাসতে গিয়ে কাঁদি ভালোবাসার আদালতে হইলাম আমি বাদী সংসারেতে সাজিলাম যে সং এই বুঝেছি […]

Continue Reading
Featured Video Play Icon

Dekhukh para porshite | দেখুক পাড়া পড়শিতে

হে দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ গেঁথেছি বড়শিতে দেখুন কেনে পড়শিতে। এ যে রুই কাতলা মিরগেল তো নয় মারে প্রেমের কাঁটা প্রান দিতে। দেখুক কেনে পড়শিতে দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ গেঁথেছি বড়শিতে দেখুন কেনে পড়শিতে। মাছ লয় এ মৎস্যকন্যা রূপে যে তার অথৈ বন্যা মাছ লয় এ মৎস্যকন্যা রূপে যে তার অথৈ বন্যা। তার […]

Continue Reading
Featured Video Play Icon

Aha Mori Mori | আহা মরি মরি চলিতে চলিতে

আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাঁকন পরনে নীলাম্বরী। পাগল আমি ও রূপ দেখে মনে যে লয় অঙ্গ থেকে ও রূপ চুরি করি… আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাঁকন পরনে নীলাম্বরী। চোখ নয় দুটি ভ্রমর কাজল কালো যেন ঐ পদ্ম মুখে মানায় ভালো। ও মুখের কাছে কি তাই হার মেনে যায় পূর্ণিমার ই কোজাগরী। […]

Continue Reading