ঝনক-ঝনক কনক কাঁকন বাজে
নতুন নতুন কুঁড়ি ফোটে লাজে।
ঝনক-ঝনক
ঝনক-ঝনক কনক কাঁকন বাজে
নতুন নতুন কুঁড়ি ফোটে লাজে।
ঝনক-ঝনক
এবার আমায় জাগিয়ে দাও
বাঁশিতে সুর লাগিয়ে দাও
এবার আমায় জাগিয়ে দাও
বাঁশিতে সুর লাগিয়ে দাও
কিসের সাড়া পেলাম জানিনা যে।
তোমার কুহুর ঘুম ভাঙ্গানোর শীসে
আমার গানের সুর ঝরানো কূজন যাবে মিশে।
শীসে, যাবে মিশে-
হৃদয় আমার দুলিয়ে দাও
গোপন ছোঁয়ায় ভুলিয়ে দাও
হৃদয় আমার দুলিয়ে দাও
গোপন ছোঁয়ায় ভুলিয়ে দাও
নতুন আলো ছড়াও প্রাণের মাঝে।
ঝনক-ঝনক কনক কাঁকন বাজে
নতুন নতুন কুঁড়ি ফোটে লাজে।
ঝনক-ঝনক
Song: Jhanak jhanak kanak kankon baje
Movie : Indrani (1958)
Artist : Geeta Dutt
Music Director : Nachiketa Ghosh
Lyricist : Gauriprasanna Mazumder
Director : Niren Lahiri
Starcast : Uttam Kumar, Suchitra Sen, Pahari Sanyal, Chhabi Biswas
Video from YouTube for Jhanak jhanak kanak kankon :