আমার সাথে তোমার কথা নেই জানি
তবু তোমার সাথে আমার কথা আছে
তোমার পাশে আমার ছায়া নেই জানি
তবু আমার ছায়া তোমার ধারে কাছে
আমার প্রতি তোমার টান নেই জানি
তাই আমার ঘরে তোমার টানাটানি
তোমার দেশে আমার ভিসা নেই জানি
তাই দেখা হলেই চূড়ান্ত সাবধানী
জুটে গেছি সব কি অসম্ভব এখানে
মুখের রেখা যায় না বোঝা এস্প্রেসনে
হচ্ছে যা হোক গরম চা হোক নেকস্ট স্টেশনে
জানি না কি ঘটবে এরপর
কোথায় যে কার ঘর
এ ম্যাজিক সফর
কে আপন কে পর
জানে মনের গুপ্তচর
কোথায় যে কার ঘর
এ ম্যাজিক সফর
কে আপন কে পর
জানে মনের গুপ্তচর
তোমার ট্রেনে আমার টিকিট নেই জানি
তাই আমার জন্য বরাদ্দ আর. এ. সি.
আমার চোখে তোমার ছবি হারাই আমি
তাই কপিকলে প্রচন্ড পাইরেসি
পিছিয়ে পড়লে হাতটা ধরতে পা চালিও
বেবাক দর্শক মারছে সিটি হাততালিও
দুর্ঘটনা নিতান্তই কাকতালিয়
জানি না কি কপালে এরপর
কোথায় যে কার ঘর
এ ম্যাজিক সফর
কে আপন কে পর
জানে মনের গুপ্তচর
কোথায় যে কার ঘর
এ ম্যাজিক সফর
কে আপন কে পর
জানে মনের গুপ্তচর
গান হাসি আড্ডার এই কামড়া
সনপাপড়ি চা আর মিস্টি পান
মন টানলে এখন হয় টেনশন
আর চেন টানলে অবাক ইসটিসন
পিছিয়ে পড়লে হাতটা ধরতে পা চালিও
বেবাক দর্শক মারছে সিটি হাততালিও
দুর্ঘটনা নিন্তান্তই কাকতালিয়
জানি না কি কপালে এরপর
জানি না কি ঘটবে এরপর
কোথায় যে কার ঘর
এ ম্যাজিক সফর
কে আপন কে পর
জানে মনের গুপ্তচর
কোথায় যে কার ঘর
এ ম্যাজিক সফর
কে আপন কে পর
জানে মনের গুপ্তচর
Movie Name: Praktan (2016)
Song Name: Kolkata
Singer and Lyricist: Anindya Chatterjee
Director: Nandita Roy Shiboprosad Mukherjee
staring: Prosenjit Chatterjee, Rituparna Sengupta, Soumitra Chatterjee, Aparajita Adhya, Sabitri Chatterjee
Video from YouTube for Moner Guptochor :