Featured Video Play Icon

Tomar Dake Sara Dite Boye-e Geche | তোমার ডাকে সারা দিতে বয়েই গেছে

Dadar Kirti (1980)

বয়েই গেছে বয়েই গেছে
তোমার ডাকে সারা দিতে বয়েই গেছে
সাত রাজাধন মানিক যখন পাওয়াই আমার হয়েই গেছে
বয়েই গেছে

তোমার ডাকে সারা দিতে বয়েই গেছে
হাওয়ায় হাওয়ায় হঠাৎ খুশির সানাই বেজে যায়
হাওয়ায় হাওয়ায় হঠাৎ খুশির সানাই বেজে যায়
বলতে সে কি চায় বলতো বলতে সে কি চায়
বলছে সে আজ পা ফেলেছি সব পেয়েছির দেশে
বলছে সে আজ পা ফেলেছি সব পেয়েছির দেশে
ঘুম ভেঙ্গেছে স্বপ্ন তবু রয়েই গেছে

বয়েই গেছে
তোমার ডাকে সারা দিতে বয়েই গেছে

চোখের উপর দেখি যে সেই পুতুল খেলার ঘর
সেই খেলার আড়ি খেলার সে ঘর খেলার স্বয়ম্বর
চোখের উপর দেখি যে সেই পুতুল খেলার ঘর
সেই খেলার আড়ি খেলার সে ঘর খেলার স্বয়ম্বর
রাঙা সিঁদুর টিপ পরা সেই পুতুল কোনের সাজ
রাঙা সিঁদুর টিপ পরা সেই পুতুল কোনের সাজ
সত্যি হল আজ কি করে সত্যি হল আজ
কুড়িয়ে পেলাম ওই বিধাতার আশীর্বাদের ফুল

স্বপ্ন যে তাই সত্যি আমার হয়েই গেছে
বয়েই গেছে
তোমার ডাকে সারা দিতে বয়েই গেছে
সাত রাজাধন মানিক যখন পাওয়াই আমার হয়েই গেছে
বয়েই গেছে

Song: Tomar Dake Sara Dite
Song: Eso Pranbhoron
Film: Dadar Kirti (1980)
Artist: Arati Mukherjee, Gouri Ghosh
Director: Tarun Majumdar
Lyrics: Pulak Bandopadhyay
Music: Hemanta Mukherjee
Star Casting: Mahua Roychoudhury, Tapas Paul, Debashree Roy, Ayan Banerjee, Sandhya Roy, Ruma Guha Thakurta, Anup Kumar

Video from YouTube for Tomar Dake Sara Dite :

https://www.youtube.com/watch?v=XvDwpL5_yNc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *