কথা ছিলো বাকি সন্ধ্যা জোনাকি
হঠাৎ তারারা ডাকে আয়
ঘাসের চাদরে ঘুমের আদরে
রাত কেন বয়ে চলে যায়
ঘুম আসে না ঘুম ভাঙে না
জাহাজের খোলা মাস্তুল
কথা দিয়েছি কাছে পেয়েছি
তুমি এলে ভেঙে গেল ভুল
জয়া তোমারি ছোঁয়া আঙুলে
রোজ ফোটে ফুল সকালে
জয়া তোমারি ছোঁয়া আঙুলে
রোজ ফোটে ফুল সকালে
জয়া তোমারি
জয়া তোমারি
অল্প কিছু কথা ছিল গল্পটা শুনিয়েছিল
কল্পনাতে তুমি ছিলে পাশে
হালকা হাসি চোখে আঁকা
পলকা কিছু সুর লেখা
চলকে ওঠা ভাল লাগা আসে
ঘুম আসে না ঘুম ভাঙে না
জাহাজের খোলা মাস্তুল
কথা দিয়েছি কাছে পেয়েছি
তুমি এলে ভেঙে গেল ভুল
জয়া তোমারি ছোঁয়া আঙুলে
রোজ ফোটে ফুল সকালে
জয়া তোমারি ছোঁয়া আঙুলে
রোজ ফোটে ফুল সকালে
জয়া তোমারি
জয়া তোমারি
ছন্দ বাঁধা সুরে সুরে গন্ধ মাখা রোদ্দুরে
সন্ধ্যা নামে তোমারি আকাশে
অন্য কথা কানে কানে কন্যা তোমায় আপ্রাণে
বন্য সুর খোঁজারি আকাশে
ঘুম আসে না ঘুম ভাঙে না
জাহাজের খোলা মাস্তুল
কথা দিয়েছি কাছে পেয়েছি
তুমি এলে ভেঙে গেল ভুল
জয়া তোমারি ছোঁয়া আঙুলে
রোজ ফোটে ফুল সকালে
জয়া তোমারি ছোঁয়া আঙুলে
রোজ ফোটে ফুল সকালে
জয়া তোমারি
জয়া তোমারি
Song: Jaya Tomari
Movie: Chaamp (2017)
Singer: Dev Negi
Music: Jeet Gannguli
Lyricist: Raja Chanda
Star Casting: Dev & Rukmini
Director: Raj Chakraborty
Video from YouTube for Kotha Chilo Baki :