আহা কি আনন্দ আকাশে বাতাসে।
আহা কি আনন্দ আকাশে বাতাসে।
আহা কি আনন্দ আকাশে বাতাসে।
শাখে শাখে পাখি ডাকে
কত শোভা চারি পাশে।
শাখে শাখে পাখি ডাকে
কত শোভা চারি পাশে।
আহা কি আনন্দ আকাশে বাতাসে।
আজকে মোদের বড়ই সুখের দিন।
আজকে মোদের বড়ই সুখের দিন।
আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন।
আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন।
আহা হয়েছি স্বাধীন।
আজ আবার মোরা ভবঘুরে
মুলুক ছেড়ে যাব দূরে।
আবার মোরা ভবঘুরে
মুলুক ছেড়ে যাব দূরে।
গড়বো ভুবন গানের সুরে।
গড়বো ভুবন গানের সুরে।
পুরানো দিনের কথা আসে।
মনে পুরানো দিনের কথা আসে
মনে আসে।
ফিরে আসে।
আহা কি আনন্দ আকাশে বাতাসে।
শাখে শাখে পাখি ডাকে
কত শোভা চারি পাশে।
আহা কি আনন্দ আকাশে বাতাসে।
আহা সাগরে দেখো চেয়ে,
আহা সাগরে দেখো চেয়ে।
দেখো ঢেউয়ের পরেতে ঢেউ আসে ধেয়ে।
দেখো চেয়ে।
আহা সাগরে দেখো চেয়ে।
দেখো আকাশে জলেতে মিশে হল একাকার
দেখো আকাশে জলেতে মিশে হল একাকার
কি বাহার! কি বাহার! কি বাহার!
আহা সাগরে দেখো চেয়ে
এ যে বিস্ময় দেখি অন্য।
এ যে বিস্ময় দেখি অন্য।
এ যে বিস্ময় দেখি অন্য।
এ যে বন্য এ অরণ্য্।
এ যে বিস্ময় দেখি অন্য।
এ যে বন্য এ অরণ্য্।
হেথা দিনেতে অন্ধকার
হেথা দিনেতে অন্ধকার।
হেথা নিঝুম চারিধার
হেথা নিঝুম চারিধার।
হেথা উর্ধে উচায়ে মাথা দিল ঘুম
হেথা উর্ধে উচায়ে মাথা দিল ঘুম।
যত আদিম মহা ধুম
যত আদিম মহা ধুম।
এবারে দেখো গর্বিত বীর চির তুষার মণ্ডিত শীত
অতি ধীর গুরু গম্ভীর
কত যোগীকত যোগী
কত ঋষি কত সাধক পূজিত
শাশ্বত অদৃত বীর
কিরণের বিস্ময়
দুর্লঙ্ঘ দুর্জয়
হিমালয় হিমালয় হিমালয়।
Song: Aha Ki Anondo
Artist: Anup Ghoshal
Movie: Hirak Rajar Deshe (1980)
Director: Satyajit Ray
Lyricist: Satyajit Ray
Music Director: Satyajit Ray
Star Cast : Tapen Chatterjee,Rabi Ghosh,Utpal Dutta,Soumitra Chatterjee,Santosh Dutta
Video from YouTube for Aha Ki Anondo :
https://youtu.be/4-h4FyUJ6SI