Featured Video Play Icon

Jokhon Daklo Banshi | যখন ডাকল বাঁশি

Baghini (1968)
যখন ডাকল বাঁশি
তখন রাঁধা যাবেই যমুনায় ।
যখন ডাকল বাঁশি
তখন রাঁধা যাবেই যমুনায় ।
জ্বলে পুড়ে মরল রাঁধা
জ্বলে পুড়ে মরল রাঁধা
যৌবন জ্বালায় ।।
উথল উথল মনকে নিয়ে
জলকে কেন যাওয়া ?
উথল উথল মনকে নিয়ে
জলকে কেন যাওয়া ?
ও আগুন বাড়বে দ্বিগুণ
লাগে যদি হাওয়া
তখন করতে শীতল মনকে ওরে
কিছুই পাবি না !
জ্বলে পুড়ে মরল রাঁধা
জ্বলে পুড়ে মরল রাঁধা
যৌবন জ্বালায় ।।
ও বাঁশি যদি ডাকে-
ঘোমটা মাথায় থাকে না থাকে না
পথ চলিতে
ও বাঁশি যদি ডাকে-
আঁচল দিয়ে উথাল পাথাল মন কি ঢাকা থাকে ?
ও বাঁশি যদি ডাকে
নদীতে জল নাইরে তবু
ছল ভরে কলসে ।
কলঙ্কিনী যখন তখন
খেয়া ঘাটে আসে
তারে পারের কড়ি দিবি- তারে
পাওয়াই গেল না
জ্বলে পুড়ে মরল রাঁধা
জ্বলে পুড়ে মরল রাঁধা
যৌবন জ্বালায় ।।
Song: Jokhon Daklo Banshi
Movie : Baghini (1967)
Artist : Hemanta Mukherjee
Music Director : Hemanta Mukherjee
Lyricist : Mukul Dutt
Starcast : Soumitra Chatterjee, Sandhya Roy, Rabi Ghosh, Ruma Guhathakurta, Tarun Kumar, Bikash Roy
Video from YouTube for Jokhon Daklo Banshi :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *