ওই দূর দিগন্ত পাড়ে,
ওই দূর দিগন্ত পাড়ে,
যেথা আকাশ মাটিতে কানাকানি!
তোমার আমার শুধু তেমনি করেই জানাজানি;
ওই দূর দিগন্ত পাড়ে।
আকাশ অনেক রঙে রাঙানো, মাটিতে ফুলের মেলা সাজানো
আকাশ অনেক রঙে রাঙানো, মাটিতে ফুলের মেলা সাজানো
তাই’তো এমন করে রূপে আর রসে আজ ধরে আছে ভুবন’খানি!
তোমার আমার শুধু তেমনি করেই জানাজানি;
ওই দূর দিগন্ত পাড়ে।
অনেক কথার মাঝে হয়নি বলা,
একটি কথা তুমিও জানো আর আমিও জানি
কেন এ নিরবতা? কেন এ নিরবতা?
জীবন কুঁড়িটি সুরে ভড়ানো, আলোতে ছায়ায় মায়া জড়ানো।
জীবন কুঁড়িটি সুরে ভড়ানো, আলোতে ছায়ায় মায়া জড়ানো।
তেমনি করেই তুমি আমার হয়েছ বলে তারেই ভাগ্য বলে মানি
তোমার আমার শুধু তেমনি করেই জানাজানি;
ওই দূর দিগন্ত পাড়ে।
যেথা আকাশ মাটিতে কানাকানি!
তোমার আমার শুধু তেমনি করেই জানাজানি;
ওই দূর দিগন্ত পাড়ে।
ওই দূর দিগন্ত পাড়ে।
ওই দূর দিগন্ত পাড়ে।
Song: Oi dur diganta pare
Artist: Mohammed Rafi
Video from YouTube for Oi dur diganta pare:
https://youtu.be/_xtgdpyetTg