এক গোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম চললাম
এক গোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম চললাম
চললাম
বেশ কিছু সময় তো থাকলাম ডাকলাম মন রাখলাম
বেশ কিছু সময় তো থাকলাম ডাকলাম মন রাখলাম
দেখলাম দুটি চোখে বৃষ্টি, বৃষ্টি ভেজা দৃষ্টি
মনে করো আমি এক মৃত কোনো জোনাকী
সারারাত আলো দিয়ে জ্বললাম, চললাম
এক গোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম চললাম
চললাম
এখানেই সবকিছু শেষ নয় বেশ নয় যদি মনে হয়
এখানেই সবকিছু শেষ নয় বেশ নয় যদি মনে হয়
লিখে নিয়ো গল্পের শেষটা থাক না তবু রেশটা
দেখো নাগো চেয়ে তুমি আনমোনা চরণে
কোন ফুল ভুল করে দললাম চললাম
এক গোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম চললাম
চললাম চললাম চললাম
Song: Ek Gocha Rajanigondha (1972)
Singer: Hemanta Mukhopadhyay
Video from YouTube for Ek Gocha Rajanigondha :
https://www.youtube.com/watch?v=8Hmm1Gsl7fM