Featured Video Play Icon

Ek Gocha Rajanigondha | এক গোছা রজনীগন্ধা

Bangla Lyrics

এক গোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম চললাম
এক গোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম চললাম
চললাম

বেশ কিছু সম​য় তো থাকলাম ডাকলাম মন রাখলাম
বেশ কিছু সম​য় তো থাকলাম ডাকলাম মন রাখলাম
দেখলাম দুটি চোখে বৃষ্টি, বৃষ্টি ভেজা দৃষ্টি
মনে করো আমি এক মৃত কোনো জোনাকী
সারারাত আলো দিয়ে জ্বললাম, চললাম
এক গোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম চললাম
চললাম

এখানেই সবকিছু শেষ ন​য় বেশ নয় যদি মনে হ​য়​
এখানেই সবকিছু শেষ ন​য় বেশ নয় যদি মনে হ​য়​
লিখে নিয়ো গল্পের শেষটা থাক না তবু রেশটা
দেখো নাগো চেয়ে তুমি আনমোনা চরণে
কোন ফুল ভুল করে দললাম চললাম
এক গোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম চললাম
চললাম চললাম চললাম

Song: Ek Gocha Rajanigondha (1972)
Singer: Hemanta Mukhopadhyay

Video from YouTube for Ek Gocha Rajanigondha :

https://www.youtube.com/watch?v=8Hmm1Gsl7fM

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *