চাঁদ কেন আসেনা আমার ঘরে।
চাঁদ কেন আসেনা আমার ঘরে।
হো চাঁদ কেন আসেনা আমার ঘরে।
চাঁদ কেন আসেনা আমার ঘরে।
সে অভিমানিনী আজো তো বলেনি
অভিমানিনী আজো তো বলেনি
আসবে কিনা সে ফিরে।
ওওওও
চাঁদ কেন আসেনা আমার ঘরে।
চাঁদ কেন আসেনা আমার ঘরে।
দিন যায় রাত যায়, বয়ে যায় সময়
ম্লান মুখ তার আজো সেই।
চোখ চায়, মন চায় তবু ভাঙ্গা হৃদয়
সবি আছে চাঁদ শুধু নেই।
মেঘেরা যদি গিয়েছে দূরে সরে
চাঁদ কেন আসেনা আমার ঘরে।
জোয়ার ভাটায় চাঁদ আসে চাঁদ যায়
আলো করে আঙিনা সবার।
আমি আছি ভরসায় ঘোর অমানিশায়
কাটেনা কেন যে এ আঁধার।
ভালোবাসা গুমরে কেঁদে মরে
চাঁদ তবু আসেনা আমার ঘরে।
হো চাঁদ কেন আসেনা আমার ঘরে।
চাঁদ কেন আসেনা আমার ঘরে।
সে অভিমানিনী আজো তো বলেনি
অভিমানিনী আজো তো বলেনি
আসবে কিনা সে ফিরে ও
চাঁদ কেন
Song: Chand Keno Asena Amar Ghore
Artist: Raghab Chatterjee
Lyricist: Sumit Samaddar
Composer: Chiradip Dasgupta
Video from YouTube for Chand Keno Asena Amar Ghore :
https://www.youtube.com/watch?v=TrQir7HQYs8