Featured Video Play Icon

Ami Bel Phul Phiri Kori | আমি বেল ফুল ফিরি করি

Bangla Lyrics puratani Ramkumar Chattopadhyay

আমি বেল ফুল ফিরি করি পাড়ায় পাড়ায়।
বেল ফুল ফিরি করি পাড়ায় পাড়ায়।
বেল ফুল ফিরি করি পাড়ায় পাড়ায়।
এ ফুল পরিলে গলে বিরহীর প্রাণ জুড়ায়।
বেল ফুল ফিরি করি পাড়ায় পাড়ায়।

আমার দেখা পাবার আসে,
মেয়েরা বসে থাকে জানলার পাশে।
আমার দেখা পাবার পাবার আসে,
মেয়েরা বসে থাকে জানলার পাশে।
ফুলের মধুর বাসে হৃদ​য় হৃদ​য় হৃদ​য় হারায়।
আমি বেল ফুল ফিরি করি পাড়ায় পাড়ায়।
বেল ফুল ফিরি করি পাড়ায় পাড়ায়।

প​য়সা নাহি থাকলে ঘরে,
প​য়সা নাহি থাকলে ঘরে,
নিয়ে নাও না আজকে ধারে।
প​য়সা নাহি থাকলে ঘরে,
প​য়সা নাহি থাকলে ঘরে,
নিয়ে নাও না আজকে ধারে।
কাল না হ​য় দিও শোধ গণ্ডায়করায়।
কাল না হ​য় দিও শোধ গণ্ডায়করায়।
করায় করায় করায়।
বেল ফুল ফিরি করি পাড়ায় পাড়ায়।
বেল ফুল ফিরি করি পাড়ায় পাড়ায়।
বেল ফুল ফিরি করি পাড়ায় পাড়ায়।
এ ফুল পরিলে গলে,
এ ফুল পরিলে গলে,
বিরহীর প্রাণ জুড়ায় প্রাণ জুড়ায়।
বেল ফুল ফিরি করি পাড়ায় পাড়ায়।
বেল ফুল ফিরি করি পাড়ায় পাড়ায়।

Song: Ami Bel Phul Phiri Kori
Artist: Ramkumar Chattopadhyay
Lyricist and Composer: Amritalal Basu (অমৃতলাল বসু)

Video from YouTube for Ami Bel Phul Phiri Kori:
https://youtu.be/-sCzfFnJyxM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *