Featured Video Play Icon

Pothe ebar namo sathi | পথে এবার নামো সাথী

Bangla Lyrics

হা হা হা হা হা
হাহা হাহা হাহা
হা হা হা হা হা
হাহা হাহা হাহা
হা-হা-হা-হা
হা-হা-হা-হা
হা-হা-হা-হা হা-হা-হা-হা হাহা
হা-হা-হা-হা হা-হা-হা-হা হাহা

পথে এবার নামো সাথী পথেই হবে পথ চেনা।
পথে এবার নামো সাথী পথেই হবে পথ চেনা।
জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা,
আআআ আআআ আআআ আআআ
হবে চেনা, হবে জানা।
পথে এবার নামো সাথী পথেই হবে পথ চেনা।
জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা,
আআআ আআআ আআআ আআআ
হবে চেনা, হবে জানা।

অনেক তো দিন গেল বৃথাই সংশয়ে,
সংশয়ে,
এসো এবার দ্বিধার বাধা পার হয়ে,
পার হয়ে।
অনেক তো দিন গেল বৃথাই সংশয়ে,
সংশয়ে,
এসো এবার দ্বিধার বাধা পার হয়ে,
পার হয়ে।
তোমার আমার সবার স্বপন মিলাই প্রাণের মোহনায়; কিসের মানা।
আআআ আআআ আআআ আআআ
হবে চেনা, হবে জানা।
পথে এবার নামো সাথী পথেই হবে পথ চেনা।
জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা,
আআআ আআআ আআআ আআআ
হবে চেনা, হবে জানা।

তখন এ গান তোলে তুফান নবীন প্রানের,
প্লাবন আনে দিকে দিকে,
দিকে দিকে।
তখন এ গান তোলে তুফান নবীন প্রানের,
প্লাবন আনে দিকে দিকে,
দিকে দিকে।
কিসের বাধা, বিপদ বরণ মরণ হরণ,
চরন ফেলে সে যায় হেঁকে,
যায় হেঁকে।
তখন এ গান তোলে তুফান নবীন প্রানের,
প্লাবন আনে দিকে দিকে,
দিকে দিকে।
তখন এ গান তোলে তুফান নবীন প্রানের,
প্লাবন আনে দিকে দিকে,
দিকে দিকে।
কিসের বাধা, বিপদ বরণ মরণ হরণ,
চরন ফেলে সে যায় হেঁকে,
যায় হেঁকে।
তখন তো আর শোষণ বাঁধণ মানবো না,
মানবো না।
সবার এ দেশ সবার ছাড়া তো জানবো না,
জানবো না।
তখন তো আর শোষণ বাঁধণ মানবো না,
মানবো না।
সবার এ দেশ সবার ছাড়া তো জানবো না,
জানবো না।
পরোয়া নেই আকাশ বাতাস হবে আশার পরোয়ানা; কিসের মানা।
আআআ আআআ আআআ আআআ
হবে চেনা, হবে জানা।
পথে এবার নামো সাথী পথেই হবে পথ চেনা।
জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা,
আআআ আআআ আআআ আআআ
হবে চেনা, হবে জানা।
পথে এবার নামো সাথী, নামো।

Song: Pothe ebar namo sathi
Lyricist: Hemanga Biswas

Video from Youtube for Pothe ebar namo sathi :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *