Featured Video Play Icon

Bou Katha Kao Pakhi Kano | বউ কথা কও পাখি কেন

Bangla Lyrics

বউ কথা কও পাখি কেন অমন করে ডাকে গো
মৌ বনেরই সুর ছ​ড়ান ছায়।
কেন সারাবেলা নীরব থেকে এখন সারা জাগায় সে তা
মনের কথা বোঝাও দেখি দায়।
বউ কথা কও পাখি কেন অমন করে ডাকে গো
মৌ বনেরই সুর ছ​ড়ানো ছায়।

চুপি চুপি আঁকি কারে এমন করে খোঁজে হায়
এমন মধুর ব্যাকুলতা কেই বা বল বোঝে হায়।
মন রেখে সে মন নিয়ে যায়
কিছুই সে যে বোঝে না।
মন রেখে সে মন নিয়ে যায়
কিছুই সে যে বোঝে না।
অশ্রু শিকল লুটায় তারি পায়।
কেন সারাবেলা নীরব থেকে এখন সারা জাগায় সে তা
মনের কথা বোঝাও দেখি দায়।

কেন অধীর মায়ায় মদির রাতে ফুলে আনে গন্ধ,
সেই কি গো তার অনুরাগের গোপন মধুর ছন্ধ​।
হৃদ​য় কেন স্মৃতির ভারে অমন করে কাঁদে হায়,
মেঘের ছায়া আসে যেন ওই সুদূরে চাঁদে হায়।
জ্বালা দ্বীপের পাশে কেন আঁধার আসে আসে গো,
জ্বালা দ্বীপের পাশে কেন আঁধার আসে আসে গো।
অভিমানেও মালা ঝরে যায়।
কেন সারাবেলা নীরব থেকে এখন সারা জাগায় সে তা
মনের কথা বোঝাও দেখি দায়।
বউ কথা কও পাখি কেন অমন করে ডাকে গো
মৌ বনেরই সুর ছ​ড়ানো ছায়।

Song: Bou Katha Kao Pakhi Kano
Artist: Madhuri Chattopadhyay
year: 1975
Lyricist: Gauriprasanna Mazumder
Composer: Anupam Ghatak

Video from YouTube for Bou Katha Kao Pakhi Kano:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *