তুমি নেই বলে আজ চাঁদ আসেনি আকাশে,
নেই কোনো তারা।
তুমি নেই বলে আজ ফুল ফোটেনি বাগানে,
ঝরে গেছে পাতা।
তুমি নেই বলে আজ চাঁদ আসেনি আকাশে,
নেই কোনো তারা।
কারা যেন কানে কানে বলে গেল
তুমি আজ আর আসবে না।
মেঘেদের কোলে সাগরের তীরে,
খুঁজ না তাকে পাবে না।
অবুঝ এ মন তবু তোমায় খুঁজে বেড়ায় এলোমেলো চোখে।
তুমি নেই বলে আজ চাঁদ আসেনি আকাশে,
নেই কোনো তারা।
তুমি নেই বলে আজ ফুল ফোটেনি বাগানে,
ঝরে গেছে পাতা।
ঝরে যায় ফুল, ঝরে দু’নয়ন ঝড় উঠেছে মনে,
ঝরেনা নয়ন থেমে যায় ঝড়, তুমি এলে জীবনে।
ওঠে তারা আসে যে চাঁদ মনের এ আকাশে।
তুমি নেই বলে আজ চাঁদ আসেনি আকাশে,
নেই কোনো তারা।
তুমি নেই বলে আজ ফুল ফোটেনি বাগানে,
ঝরে গেছে পাতা।
Song: Tumi Nei Bole
Artist: Raghab Chattopadhyay
Video from YouTube for Tumi Nei Bole :