তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়।
তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়।
ওগো কমলিকা-
ওগো কমলিকা বুঝিলেনা আমি কত অসহায়।
তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়।
উষ্ণ মরুর অভিশাপ লয়ে
ভেঙ্গে গেছি আমি অবসাদে ক্ষয়ে।
উষ্ণ মরুর অভিশাপ লয়ে
ভেঙ্গে গেছি আমি অবসাদে ক্ষয়ে।
কণ্ঠ আমার দীর্ঘনিশ্বাসে ভুল সুরে গান গায়।
তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়।
আমার আকাশ কাঙাল করে যে পাঠায়েছি মেঘ যত
তোমার কুঞ্জবীথিকার ফুল ফোটাতে মনের মতো।
প্রেম যে আমার আধারে লুকায়ে
তারা জ্বালে তব আকাশের গায়ে।
গন্ধের ধুপ পুড়ে গেছি আমি ছাই পড়ে আছি হায়।
তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়।
তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়।
Song: Tomar Bhubone Phuler Mala
Artist: Akhilbandhu Ghosh
Lyricist: Pulak Bandopadhyay
Composer: Akhilbandhu Ghosh
Video from Youtube for Tomar Bhubone Phuler Mala: