শুভ্র শঙ্খরবে সারা নিখিল ধ্বনিত।
আকাশতলে অনিলে জলে দিকে দিগন্তরে
সকল লোকে পুরে
বনে বনান্তরে
নৃত্যগীত ছন্দে নন্দিত।
শুভ্র শঙ্খরবে।
শরত প্রকৃতি উল্লাসে উৎসব গানে
চিরসুন্দর চিরসুন্দর চিতসুন্দর বন্দন তানে।
ত্রিলোকে জাগে শরন্ময়ী আনন্দে,
মহাশক্তিরূপা মঞ্জুল শোভা জাগে আনন্দে,
রাজে কল্যাণী সদা রাজে
সদা সুখদা, সদা বরদা, সদা জয়দা,
ক্ষেমঙ্করী সুধা রাজে।
অসুরনাশন দশপ্রহরণভূজা রাজে।
রণিত বীণা বেণু মধু ললিত শমিত তানে
শুভ আরতি ঝংকৃত ভুবনে
নব জ্যোতিরাগে জ্যোতি অলংকারে।
প্রাণে প্রাণে ওঠে গীতি, সুধারস ঘন শান্তি
ধন ধন জয় গানে।
আকাশতলে অনিলে জলে দিকে দিগন্তরে
সকল লোকে পুরে
বনে বনান্তরে
নৃত্যগীত ছন্দে নন্দিত।
শুভ্র শঙ্খরবে।
Song: Shubhra Shankha Robe
Singer: Shyamal Mitra, Ashima Bhattacharya, Arati Mukhopadhyay, others
Music Director: Pankaj Kumar Mullick
Video from YouTube for Shubhra Shankha Robe:
https://youtu.be/R4LrXsy3Cgw