মনে করো আমি নেই বসন্ত এসে গেছে
কৃষ্ণচূড়ার বন্যায় চৈতালি ভেসে গেছে
মনে করো আমি নেই বসন্ত এসে গেছে
কৃষ্ণচূড়ার বন্যায় চৈতালি ভেসে গেছে
মনে করো আমি নেই বসন্ত এসে গেছে
শুক্লাতিথির ওই ছায়াপথে
চলছে নতুন রাত মায়া রথে
শুক্লাতিথির ওই ছায়াপথে
চলছে নতুন রাত মায়া রথে
তুমি অবাক চোখে চেয়ে অপলকে
ভাবছো ভাল কি বেসে গেছো
কৃষ্ণচূড়ার বন্যায় চৈতালী ভেসে গেছে
মনে করো আমি
যেন মনে লাগে দোলাতে
দোলা লাগে বিনা কারণে
শুধু মনে করো আমি নেই
যেন মনে লাগে দোলাতে
দোলা লাগে বিনা কারণে
শুধু মনে করো আমি নেই
যেন মনে লাগে দোলাতে
হঠাৎ খুশীর ওই রঙিন পাখি
হাওয়া লেখে তার ডাকাডাকি
হঠাৎ খুশীর ওই রঙিন পাখি
হাওয়া লেখে তার ডাকাডাকি
তুমি কি লগনে ভাবো আপন মনে
এমন হাতে যে রেখে গেছে
কৃষ্ণচূড়ার বন্যায় চৈতালী ভেসে গেছে
মনে করো আমি নেই বসন্ত এসে গেছে
কৃষ্ণচূড়ার বন্যায় চৈতালি ভেসে গেছে
মনে করো আমি নেই
Song: Mone Koro Ami Nei
Artist: Suman Kalyanpur
Lyrics: Pulak Bandyopadhyay
Music Composition: Ratu Mukhopadhyay
Video from YouTube for Mone Koro Ami Nei :