Featured Video Play Icon

Jhon Henri- May Disober Gaan | জন হেনরী- মে দিবসের গান

Bangla Lyrics

মে দিবসের গান
====================

জন হেনরী, জন হেনরী-
নাম তার ছিল জন হেনরী
ছিল যেন জীবন্ত ইঞ্জিন
হাতুড়ির তালে তালে গান গেয়ে শিল্পী
খুশী মনে কাজ করে রাত-দিন
হো হো হো হো-
খুশী মনে কাজ করে রাত-দিন।
হো হো হো হো-
খুশী মনে কাজ করে রাত-দিন।

কালো পাথরে খোদাই জন হেনরী
কালো পাথরে খোদাই জন হেনরী
গ্রানাইট গড়া পেশী ঝলমল
হাতুড়ির ঘায়ে ঘায়ে পাথরে আগুন ধরে
হাতুড়ি চালানো তার সম্বল
হো হো হো হো-
হাতুড়ি চালানো তার সম্বল।
হো হো হো হো-
হাতুড়ি চালানো তার সম্বল।

পশ্চিম ভার্জিনিয়ার রেলে সুরঙ্গে
পশ্চিম ভার্জিনিয়ার রেল সুরঙ্গে
পাথুরে পাহাড় কেটে কেটে
রেল লাইন পাতা হবে হেনরীর হাতুড়ির-
ঘায়ে ঘায়ে রাত যায় কেটে
হো হো হো হো-
ঘায়ে ঘায়ে রাত যায় কেটে।
হো হো হো হো-
ঘায়ে ঘায়ে রাত যায় কেটে।

জন হেনরীর চির প্রিয় সঙ্গিনী
নাম তার মেরি ম্যাক ডেলিন
সুরঙ্গের কাছে যেত কান পেতে শুনত
হেনরীর হাতুড়ির বিন
হো হো হো হো-
হেনরীর হাতুড়ির বিন।
হো হো হো হো-
হেনরীর হাতুড়ির বিন।

সাদা সর্দার কাজ চায় আরো
সাদা সর্দার কাজ চায় আরো
স্টীম ড্রিল করে আমদানী
আশংকা হেনরীর মেশিনের কাছে বুঝি
পেশী নিবে পরাজয় মানি
হো হো হো হো-
পেশী নিবে পরাজয় মানি।
হো হো হো হো-
পেশী নিবে পরাজয় মানি।

আমি মেশিনের হবো প্রতিদ্বন্দ্বী
আমি মেশিনের হবো প্রতিদ্বন্দ্বী
জন হেনরী বলে বুক ঠুকে
স্টীম ড্রিলের সাথে চলে হাতুড়ির পাল্লা
কে আর বলো তারে রুখে
হো হো হো হো-
কে আর বলো তারে রুখে।
হো হো হো হো-
কে আর বলো তারে রুখে।

সাদা সর্দার বলে হেসে হেসে
সাদা সর্দার বলে হেসে হেসে
কালো নিগারের দেখো দুঃসাহস
তোর যদি জয় হয়,
হবে না সূর্যোদয়
দুনিয়াটা হবে তোর বশ
হো হো হো হো-
দুনিয়াটা হবে তোর বশ।
হো হো হো হো-
দুনিয়াটা হবে তোর বশ।

জন হেনরীর হাতুড়ির ঝলকে
জন হেনরীর হাতুড়ির ঝলকে
চমকায় বিজলীর গতি
মানুষের সৃষ্টি দুরন্ত স্টীম ড্রিল
মানুষের কাছে মানে নতি
হো হো হো হো-
মানুষের কাছে মানে নতি।
হো হো হো হো-
মানুষের কাছে মানে নতি।

অগ্নিগিরি হলো রুদ্ধ
থেমে গেল হাতুড়ির শব্দ
হেনরীর জয়গান চারিদিকে উঠে জমে
হৃদপিন্ড তার স্তব্ধ
হায় হায় হায় হায়-
হৃদপিন্ড তার স্তব্ধ।
হায় হায় হায় হায়-
হৃদপিন্ড তার স্তব্ধ।

জন হেনরীর কচি ফুল মেয়েটি
জন হেনরীর কচি ফুল মেয়েটি
পাথরের বুকে যেন ঝরনা
মার কোল থেকে সে
পথ চেয়ে আছে তার
বাবা তার আসবে না আর না
হায় হায় হায় হায়-
বাবা তার আসবে না আর না।
হায় হায় হায় হায়-
বাবা তার আসবে না আর না।

পাখির কাকলি ভরা ভোরে
পুবালী আকাশ যবে রঙ্গীন
পাখির কাকলি ভরা ভোরে
পুবালী আকাশ যবে রঙ্গীন
হেনরীর বীর গাঁথা বাতাসে ছড়িয়ে দিয়ে
সিটি দিয়ে চলে যায় ইঞ্জিন
হো হো হো হো-
সিটি দিয়ে চলে যায় ইঞ্জিন।
হো হো হো হো-
সিটি দিয়ে চলে যায় ইঞ্জিন।

প্রতি মে দিবসের গানে গানে
প্রতি মে দিবসের গানে গানে
নীল আকাশের তলে দূর
শ্রমিকের জয়গান কান পেতে শোন ঐ
হেনরীর হাতুড়ির সুর
হো হো হো হো-
হেনরীর হাতুড়ির সুর।
হো হো হো হো-
হেনরীর হাতুড়ির সুর।
প্রতি মে দিবসের গানে গানে
প্রতি মে দিবসের গানে গানে
নীল আকাশের তলে দূর
শ্রমিকের জয়গান কান পেতে শোন ঐ
হেনরীর হাতুড়ির সুর
হো হো হো হো-
হেনরীর হাতুড়ির সুর।
হো হো হো হো-
হেনরীর হাতুড়ির সুর।

Song: Jhon Henri
Lyricist: Hemanga Biswas
Type: Gonosangeet (গণসঙ্গীত)

Video from YouTube for Jhon Henri :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *