এলো বরষা যে সহসা মনে তাই,
রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম
গান গেয়ে যাই।
এলো বরষা যে সহসা মনে তাই
রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম
গান গেয়ে যাই।
রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম
গান গেয়ে যাই।
গানেরও ধারা মাঝে,
প্রানেরও কথা আছে।
গানেরও ধারা মাঝে,
প্রানেরও কথা আছে।
সুর তবু লাগে না যে
কোথা বলো তারে পাই?
এলো বরষা যে সহসা মনে তাই,
রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম
গান গেয়ে যাই।
রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম
গান গেয়ে যাই।
মনেরও আকাশে কত
খুঁজেছি গো তোমায়।
মেঘেরও স্তরে স্তরে,
রাতেরও তারায় তারায়।
মনেরও আকাশে কত
খুঁজেছি গো তোমায়।
মেঘেরও স্তরে স্তরে,
রাতেরও তারায় তারায়।
যদি ধরা এ শ্রাবনে,
কারো ছোঁয়া সুর আনে।
যদি ধরা এ শ্রাবনে,
কারো ছোঁয়া সুর আনে।
হৃদয়েরও মাঝখানে
রেখে দিতে তারে চাই।
এলো বরষা যে সহসা মনে তাই,
রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম
গান গেয়ে যাই।
রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম
গান গেয়ে যাই।
Song: Elo Borosha J
Artist: Satinath Mukhopadhyay(1956)
Lyricist and Composer: Sudhin Dasgupta
Video from YouTube for Elo Borosha J :