এই সময় এই অন্ধকার, চারিদিকে শুধু বন্ধ দ্বার।
এই সময় এই অন্ধকার, চারিদিকে শুধু বন্ধ দ্বার।
খুলে দাও জানালা, আলোরই ছোঁয়াতে।
চলে এস বন্ধু হতে, আমাদের ঠিকানাতে।
চলে এস বন্ধু হতে, আমাদের ঠিকানাতে।
গোলক ধাঁধায় ঘুরে ঘুরে,
হারিয়ে যেও না পথের ভিড়ে।
গোলক ধাঁধায় ঘুরে ঘুরে,
হারিয়ে যেও না পথের ভিড়ে।
প্রাণের স্রোতে একদিন কি, নিজেকে চিনে নিতে?
চলে এস বন্ধু হতে, ভরসার ঠিকানাতে।
চলে এস বন্ধু হতে, ভরসার ঠিকানাতে।
এখনো পৃথিবীতে রং আছে, বুকের ভেতর স্বপ্ন বাঁচে।
এখনো পৃথিবীতে রং আছে, বুকের ভেতর স্বপ্ন বাঁচে।
পাখনা মেলে উড়ে যাওয়ার, আকাশ খুঁজে পেতে।
চলে এস বন্ধু হতে, হৃদয়ের ঠিকানাতে।
চলে এস বন্ধু হতে, হৃদয়ের ঠিকানাতে।
এই সময়ে এই অন্ধকার চারিদিকে শুধু বন্ধ দ্বার।
এই সময়ে এই অন্ধকার চারিদিকে শুধু বন্ধ দ্বার।
খুলে দাও জানালা আলোরই ছোঁয়াতে।
চলে এস বন্ধু হতে আমাদের ঠিকানাতে।
চলে এস বন্ধু হতে রইলাম অপেক্ষাতে-
পারা রিরি পারা পারা পারা পারা
রারা রি রিরিরি রা
পারা রিরি পা
Song: Chole Eso Bondhu Hote
Artist: Subhankar Bhaskar,
Lyricist: Abhijit Chakraborty
Composer: Tunai Debasish Ganguly
Video from YouTube for Chole Eso Bondhu Hote :