Featured Video Play Icon

Amar Moner Ei Mayurmohole | আমার মনের এই ময়ূরমহলে

Bangla Lyrics

আমার মনের এই ময়ূরমহলে
এসো আজ প্রেমের আতর ঢেলে দাও।
বেগম রাতটার গায়ে তারা ওড়না
দুচোখে আজ নয় ঝাড়বাতি জ্বেলে দাও।
আমার মনের

কাল কে কোথায় রব সে কি কেউ জানে?
কাল কে কোথায় রব সে কি কেউ জানে?
বোঝে কি কখনো কেউ জীবনেরই মানে?
ভেঙে গেলে বাসর ফুরালে আসর​
দেব না তো বাধা যদি বাসী মালা ফেলে যাও।
আমার মনের

সম​য়েরই ফুলদানি শুন্য তো থাকে না
সম​য়েরই ফুলদানি শুন্য তো থাকে না।
যে ফুল শুকায়ে আজ কাল কেউ রাখে না।
হার আর জেত নিয়মই যে এ তো
বাজি রেখে প্রণ​য়ের বাসা তুমি খেলে যাও।
আমার মনের এই ময়ূরমহলে

এসো আজ প্রেমের আতর ঢেলে দাও।
আমার মনের

Song: Amar moner ei
Artist: Kishore Kumar
Lyricist: Gauri Prasanna Mazumder

Video from YouTube for Amar moner ei :
https://youtu.be/wrAU9EF9Sew

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *