আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম।
আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম।
রঙ্গিন খামে যত্নে লেখা আমারই নাম।
আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম।
বসে ছিলেম একা ছাতিম বনে, রোদ ছিটনো শান্তিনিকেতনে।
বসে ছিলেম একা ছাতিম বনে, রোদ ছিটনো শান্তিনিকেতনে।
তোমার চিঠি ছোট্ট পাখি হয়ে উড়ে এসে বলল- আমি এইতো এলাম।
আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম।
গন্ধ মাখা মিষ্টি চিঠি তাতে ছোট্ট ক’টি কথা করে লেখা “কেমন আছো তুমি?”
সেইটুকুতেই শুকনো মরা ডালে ফুল ফুটিয়ে দিল দুরন্ত মৌসুমি।
ভালবাসার এই যে ছোট্ট পাখি, আনল বয়ে খুশি রাঙ্গা রাখি;
ভালবাসার এই যে ছোট্ট পাখি, আনল বয়ে খুশি রাঙ্গা রাখি;
আমার মনের গন্ধে বেঁধে তাকে সুখের গাঙে
আপনাকে আজ ভাসিয়ে দিলাম।
আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম।
Song: Aj bikeler dake
Artist: Banasree Sengupta
Music Director: Jatileswar Mukherjee
Video from YouTube for Aj bikeler dake:
https://youtu.be/Y5ZJibC_XYs