আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউ এ চেপে
নীলজল দিগন্ত ছুঁয়ে এসেছ।
আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে
বহুদূর বহুদূর হেঁটে এসেছ।
আমি কখনো যায়নি জলে কখনো ভাসিনি নীলে
কখনো রাখিনি চোখ ডানা মেলা গাঙচিলে।
আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে
আমাকেও সাথে নিও নেবে তো আমায়!
বলো নেবে তো আমায়!
আমি শুনেছি সেদিন নাকি তুমি তুমি তুমি মিলে
তোমরা সদলবলে সভা করেছিলে।
আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধাঁ
না বলা অনেক কথা কথা তুলেছিলে। কেন
শুধু ছুটে ছুটে চলা একে একে কথা বলা
নিজের জন্যে বাঁচা নিজেকে নিয়ে?
যদি ভালোবাসা নাই থাকে শুধু একা একা লাগে
কোথায় শান্তি পাবো কোথায় গিয়ে!
বলো কোথায় গিয়ে!
আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো
এখনো গল্প লেখো গান গাও প্রাণ ভরে।
মানুষের বাঁচা মরা এখনো ভাবিয়ে তোলে
তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফোটে।
আস্থা হারানো এই মন নিয়ে
আমি আজ তোমাদের কাছে এসে দুহাত পেতেছি।
আমি দুচোখের বাঁও ভরে শুন্যতা দেখি শুধু
রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না।
তাই স্বপ্ন দেখবো বলে আমি দুচোখ মেলেছি
তাই তোমাদের কাছে এসে আমি দুহাত পেতেছি।
তাই স্বপ্ন দেখবো বলে আমি দুচোখ পেতেছি।
হুঁহুঁহুঁ হুঁহুঁহুঁ হুঁহুঁহুঁ হুঁহুঁহুঁ
Song: Ami Shunechi Sedin Tumi
Artist: Moushumi Bhoumik
Video from YouTube for Ami Shunechi Sedin Tumi :
https://www.youtube.com/watch?v=RCEKC6wpj6M