আহ!
বাঁশি শুনে আর কাজ নাই
সে যে ডাকাতিয়া বাঁশি।
বাঁশি শুনে আর কাজ নাই
সে যে ডাকাতিয়া বাঁশি।
সে যে দিন দুপুরে চুরি করে
রাত্তিরেতো কথা নাই
ডাকাতিয়া বাঁশি।
বাঁশি শুনে আর কাজ নাই
সে যে ডাকাতিয়া বাঁশি।
ও
শ্রবণে বিষ ঢালে শুধু বাঁশি
পোড়ায় প্রাণ গরলে
ঘুচাব তার নষ্টামী আজ আমি
সঁপিব তায় অনলে।
শ্রবণে বিষ ঢালে শুধু বাঁশি
পোড়ায় প্রাণ গরলে
ঘুচাব তার নষ্টামী আজ আমি
সঁপিব তায় অনলে।
সে যে দিন দুপুরে চুরি করে
রাত্তিরেতো কথা নাই,
ডাকাতিয়া বাঁশি।
বাঁশি শুনে আর কাজ নাই
সে যে ডাকাতিয়া বাঁশি।
ও
বাঁশেতে ঘুণ ধরে যদি কেন
বাঁশিতে ঘুণ ধরে না,
কত জনায় মরে শুধু পোড়া
বাঁশি কেন মরে না।
বাঁশেতে ঘুণ ধরে যদি কেন
বাঁশিতে ঘুণ ধরে না,
কত জনায় মরে শুধু পোড়া
বাঁশি কেন মরে না।
চোরা দিন দুপুরে চুরি করে
রাত্তিরেতো কথা নাই,
ডাকাতিয়া বাঁশি।
বাঁশি শুনে আর কাজ নাই
সে যে ডাকাতিয়া বাঁশি।
Song: Banshi Sune R Kaj Nai
Artist: Sachin Dev Burman
Video from YouTube for Banshi Sune R Kaj Nai :