প্রজাপতি প্রজাপতি আমার ইচ্ছা হয়ে
বনে বনে ঘাসে ঘাসে ওড়ে আর ফেরে
প্রজাপতি প্রজাপতি প্রজাপতি
আমার মনের মত ছোটো এক ছেলে তার
জাল নিয়ে পিছু ধায় ধরতে ধরতে চায়
প্রজাপতি প্রজাপতি প্রজাপতি
প্রজাপতি প্রজাপতি আমার ইচ্ছা হয়ে
বনে বনে ঘাসে ঘাসে ওড়ে আর ফেরে
প্রজাপতি প্রজাপতি প্রজাপতি
লাল নীল সাদা কালো হলদে বেগুনী রঙ
কতো শত প্রজাপতি আয়
সারাদিন ধরে ধরে ছোট্টো ঝুলিতে ভরে
একদিন ঘরে ফিরে যায়
লাল নীল সাদা কালো হলদে বেগুনী রঙ
কতো শত প্রজাপতি আয়
সারাদিন ধরে ধরে ছোট্টো ঝুলিতে ভরে
একদিন ঘরে ফিরে যায়
খুলে দেখে সে দেখে যে
ঝরে ঝরে মরে গেছে প্রজাপতি
প্রজাপতি প্রজাপতি আমার ইচ্ছা হয়ে
বনে বনে ঘাসে ঘাসে ওড়ে আর ফেরে
প্রজাপতি প্রজাপতি প্রজাপতি
প্রজাপতি প্রজাপতি আমার ইচ্ছা হয়ে
বনে বনে ঘাসে ঘাসে ওড়ে আর ফেরে
প্রজাপতি প্রজাপতি প্রজাপতি
আমার মনের মত ছোটো এক ছেলে তার
জাল নিয়ে পিছু ধায় ধরতে ধরতে চায়
প্রজাপতি প্রজাপতি প্রজাপতি
আমার আর এক সাধ কুঁড়ি তার নাম ছিল
তারও হাতে জাল ছিল আয়
আমার মনেরই মতো ছোট্ট শিশুকে ধরে
বুকে বেঁধে রেখে দিলে তায়
আমার আর এক সাধ কুঁড়ি তার নাম ছিল
তারও হাতে জাল ছিল আয়
আমার মনেরই মতো ছোট্ট শিশুকে ধরে
বুকে বেঁধে রেখে দিলে তায়
মরি হায় রে হায় রে কেঁদে কেঁদে
তারও গেল দিন রাতি
প্রজাপতি প্রজাপতি আমার ইচ্ছা হয়ে
বনে বনে ঘাসে ঘাসে ওড়ে আর ফেরে
প্রজাপতি প্রজাপতি প্রজাপতি
আমার মনের মত ছোটো এক ছেলে তার
জাল নিয়ে পিছু ধায় ধরতে ধরতে চায়
প্রজাপতি প্রজাপতি প্রজাপতি
প্রজাপতি প্রজাপতি প্রজাপতি
প্রজাপতি প্রজাপতি প্রজাপতি
Song: Projapati Projapati Amar Echcha Hoye
Artist: Sabita Chowdhury
Year: 1972
Composer: Salil Chowdhury
Video from YouTube for Projapati Projapati Amar Echcha Hoye :