কি গাব আমি কি শুনাব,
আজি আনন্দধামে।
কি গাব আমি কি শুনাব,
আজি আনন্দধামে।
পুরবাসী জনে এনাছি ডেকে তোমার অমৃতনামে।
কি গাব আমি কি শুনাব,
আজি আনন্দধামে।
কেমনে বর্ণিব তোমার রচনা,
কেমনে রটিব তোমার করুণা,
কেমনে বর্ণিব তোমার রচনা,
কেমনে রটিব তোমার করুণা,
কেমনে গলাব হৃদয় প্রাণ তোমার মধুর প্রেমে।
কি গাব আমি কি শুনাব,
আজি আনন্দধামে।
তব নাম লয়ে চন্দ্র তারা
অসীম শুন্যে ধাইছে-
রবি হতে গ্রহে ঝরিছে প্রেম,
গ্রহ হতে গ্রহে ছাইছে।
তব নাম লয়ে চন্দ্র তারা
অসীম শুন্যে ধাইছে-
রবি হতে গ্রহে ঝরিছে প্রেম,
গ্রহ হতে গ্রহে ছাইছে।
অসীম আকাশ নীলশতদল
তোমার কিরণে সদা ঢলঢল,
তব নাম লয়ে চন্দ্র তারা
অসীম শুন্যে ধাইছে-
রবি হতে গ্রহে ঝরিছে প্রেম,
গ্রহ হতে গ্রহে ছাইছে।
তোমার অমৃতসাগর-মাঝারে
ভাসিছে অবিরামে।
কি গাব আমি কি শুনাব,
আজি আনন্দধামে।
পুরবাসী জনে এনাছি ডেকে তোমার অমৃতনামে।
কি গাব আমি কি শুনাব,
আজি আনন্দধামে।
Song: Ki Gabo Ami Ki Shunabo
Artist: Hemanta Mukherjee and Arundhati Holme Chowdhury
Type: Rabindra Sangeet
Parjaay: Puja
Upa-parjaay: Utsav
Taal: Ektaal
Raga: Sahana
Swarabitan: 4
Notation by: Kangalicharan Sen
Movie : Bikaley Bhorer Phool(1974)
Artist: Arati Mukherjee
Director : Pijush Basu
Starcast : Uttam Kumar, Sumitra Mukherjee, Supriya Devi, Utpal Dutt, Rabi Ghosh, Geeta Dey
Video from YouTube for Ki Gabo Ami Ki Shunabo: