Featured Video Play Icon

Ki Gabo Ami Ki Shunabo | কি গাব আমি কি শুনাব​

Bikaley Bhorer Phool (1974) Hemanta Kumar Mukhopadhyay Rabindra Sangeet

কি গাব আমি কি শুনাব​,
আজি আনন্দধামে।
কি গাব আমি কি শুনাব​,
আজি আনন্দধামে।
পুরবাসী জনে এনাছি ডেকে তোমার অমৃতনামে।
কি গাব আমি কি শুনাব​,
আজি আনন্দধামে।

কেমনে বর্ণিব তোমার রচনা,
কেমনে রটিব তোমার করুণা,
কেমনে বর্ণিব তোমার রচনা,
কেমনে রটিব তোমার করুণা,
কেমনে গলাব হৃদ​য় প্রাণ তোমার মধুর প্রেমে।
কি গাব আমি কি শুনাব​,
আজি আনন্দধামে।

তব নাম লয়ে চন্দ্র তারা
অসীম শুন্যে ধাইছে-
রবি হতে গ্রহে ঝরিছে প্রেম​,
গ্রহ হতে গ্রহে ছাইছে।
তব নাম লয়ে চন্দ্র তারা
অসীম শুন্যে ধাইছে-
রবি হতে গ্রহে ঝরিছে প্রেম​,
গ্রহ হতে গ্রহে ছাইছে।
অসীম আকাশ নীলশতদল
তোমার কিরণে সদা ঢলঢল​,
তব নাম লয়ে চন্দ্র তারা
অসীম শুন্যে ধাইছে-
রবি হতে গ্রহে ঝরিছে প্রেম​,
গ্রহ হতে গ্রহে ছাইছে।
তোমার অমৃতসাগর​-মাঝারে
ভাসিছে অবিরামে।
কি গাব আমি কি শুনাব​,
আজি আনন্দধামে।
পুরবাসী জনে এনাছি ডেকে তোমার অমৃতনামে।
কি গাব আমি কি শুনাব​,
আজি আনন্দধামে।

Song: Ki Gabo Ami Ki Shunabo
Artist: Hemanta Mukherjee and Arundhati Holme Chowdhury
Type: Rabindra Sangeet
Parjaay: Puja
Upa-parjaay: Utsav
Taal: Ektaal
Raga: Sahana
Swarabitan: 4
Notation by: Kangalicharan Sen

Movie : Bikaley Bhorer Phool(1974)
Artist: Arati Mukherjee
Director : Pijush Basu
Starcast : Uttam Kumar, Sumitra Mukherjee, Supriya Devi, Utpal Dutt, Rabi Ghosh, Geeta Dey

Video from YouTube for Ki Gabo Ami Ki Shunabo:

https://www.youtube.com/watch?v=l4cBUuM_HDc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *