এক সুত্রে বাঁধিয়াছি সহস্রটি মন,
এক কার্যে সঁপিয়াছি সহস্র জীবন-
বন্দেমাতরম বন্দেমাতরম।
এক সুত্রে বাঁধিয়াছি সহস্রটি মন,
এক সুত্রে বাঁধিয়াছি সহস্রটি মন-
আসুক সহস্র বাধা, বাধুক প্রলয়,
আমরা সহস্র প্রাণ রহিব নির্ভয়-
আমরা সহস্র প্রাণ রহিব নির্ভয়-
আমরা সহস্র প্রাণ রহিব নির্ভয়-
বন্দেমাতরম বন্দেমাতরম।
এক সুত্রে বাঁধিয়াছি সহস্রটি মন,
এক সুত্রে বাঁধিয়াছি সহস্রটি মন-
আমরা ডরাইবনা ঝটিকা ঝঞ্ঝায়,
আমরা ডরাইবনা ঝটিকা ঝঞ্ঝায়,
অযুত তরঙ্গ বক্ষে সহিব হেলায়।
অযুত তরঙ্গ বক্ষে সহিব হেলায়।
টুটে তো টুটুক এই নশ্বর জীবন,
টুটে তো টুটুক এই নশ্বর জীবন,
তবু না ছিঁড়িবে কভু এ দৃঢ় বন্ধন-
তবু না ছিঁড়িবে কভু এ দৃঢ় বন্ধন-
বন্দেমাতরম বন্দেমাতরম।
এক সুত্রে বাঁধিয়াছি সহস্রটি মন
এক সুত্রে বাঁধিয়াছি সহস্রটি মন
এক কার্যে সঁপিয়াছি সহস্র জীবন
এক কার্যে সঁপিয়াছি সহস্র জীবন
বন্দেমাতরম বন্দেমাতরম।
এক সুত্রে বাঁধিয়াছি সহস্রটি মন,
এক সুত্রে বাঁধিয়াছি সহস্রটি মন-
Song: Ek Sutre Bandhiachhi
Type: Rabindrasangeet
Parjaay: Jatiya Sangeet
Taal: Dadra (দাদরা)
Raag: Jhijhit (Western)
Written on: 1879
Swarabitan: 47
Video from YouTube for Ek Sutre Bandhiachhi :