আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে।
সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে।
আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে।
নিজেরে করিতে গৌরব দান
নিজেরে কেবলি করি অপমান,
নিজেরে করিতে গৌরব দান
নিজেরে কেবলি করি অপমান,
আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে।
আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে।
আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে,
তোমারি ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবনমাঝে।
আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে,
তোমারি ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবনমাঝে।
যাচি হে তোমার চরম শান্তি,
পরানে তোমার পরম কান্তি,
যাচি হে তোমার চরম শান্তি,
পরানে তোমার পরম কান্তি,
আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয়পদ্মদলে।
আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে।
সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে।
আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে।
Song: Amar Matha Noto
Type: Rabindrasangeet
Artist: Hemanta Mukherjee
Parjaay: Puja
Upa-parjaay: Bibidha
Taal: Teyora (তেওড়া)
Raga: Iman Kayan (ইমন কল্যাণ )
Written on: 1906 (১৩১৩ বঙ্গাব্দ )
Published in: Bangadarshan
Collection: Geetanjali
Swarabitan: 23
Notation by: Kangalicharan Sen
Video from YouTube for Amar Matha Noto :