আমার এ পথ তোমার পথের থেকে অনেক দূরে
গেছে বেঁকে গেছে বেঁকে
আমার ফুলে আর কি কবে তোমার মালা গাঁথা হবে
তোমার বাঁশি দূরের হাওয়ায় কেঁদে বাজে
তোমার বাঁশি দূরের হাওয়ায় কেঁদে বাজে
কারে ডেকে কারে ডেকে
আমার এ পথ
শ্রান্তি লাগে পায়ে পায়ে
শ্রান্তি লাগে পায়ে পায়ে
বসি পথের তরুছায়ে
শ্রান্তি লাগে
সাথীহারার গোপন ব্যাথা
বলব যারে সে জন কোথা
পথিকরা যায় আপন মনে
আমারে যায় পিছে রেখে
পিছে রেখে
আমার এ পথ তোমার পথের থেকে অনেক দূরে
গেছে বেঁকে গেছে বেঁকে
Song: Amar E poth
Movie : Bonpalasir Padabali (1972)
Artist : Dwijen Mukherjee
Writer & Composer : Rabindranath Tagore
Director : Uttam Kumar
Starcast : Uttam Kumar, Supriya Devi, Basabi Nandy, Anil Chatterjee, Bikash Roy, Ketaki Dutta
Video from YouTube for Amar E poth :