Featured Video Play Icon

Amar Sonar Bangla | আমার সোনার বাংলা

Rabindra Sangeet

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
চিরদিন তোমার আকাশ,
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে
ও গো, আমার প্রাণে বাজায় বাঁশি।
সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।

ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে,
মরি হায়, হায় রে-
ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে,
ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে
অঘ্রানে তোর ভরা ক্ষেতে কী দেখেছি
আমি কী দেখেছি মধুর হাসি
সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।

কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো-
কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে।
মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো,
মরি হায়, হায় রে-
মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো,
মা, তোর বদনখানি মলিন
মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন
ও মা, আমি নয়নজলে ভাসি।
সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।

তোমার এই খেলাঘরে শিশুকাল কাটিল রে,
তোমারি ধুলামাটি অঙ্গে মাখি ধন্য জীবন মানি।
তুই দিন ফুরালে সন্ধ্যাকালে কী দীপ জ্বালিস ঘরে,
মরি হায়, হায় রে-
মা তুই দিন ফুরালে সন্ধ্যাকালে কী দীপ জ্বালিস ঘরে,
তখন খেলাধুলা সকল ফেলে,
খেলাধুলা সকল ফেলে তোমার কোলে
ও মা, তোমার কোলে ছুটে আসি।
সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।

ধেনু-চরা তোমার মাঠে, পারে যাবার খেয়াঘাটে
সারা দিন পাখি-ডাকা ছায়ায়-ঢাকা তোমার পল্লীবাটে,
তোমার ধানে-ভরা আঙিনাতে জীবনের দিন কাটে,
মরি হায়, হায় রে-
মা তোর ধানে-ভরা আঙিনাতে জীবনের দিন কাটে,
ও মা, আমার যে ভাই তারা সবাই,
আমার যে ভাই তারা সবাই তোমার রাখাল
ও মা, তোমার রাখাল তোমার চাষি।
সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।

ও মা, তোর চরণেতে দিলেম এই মাথা পেতে-
দে গো তোর পায়ের ধুলা, সে যে আমার মাথার মানিক হবে।
ও মা, গরিবের ধন যা আছে তাই দিব চরণতলে,
মরি হায়, হায় রে-
ও মা, গরিবের ধন যা আছে তাই দিব চরণতলে,
আমি পরের ঘরে কিনব না
আমি পরের ঘরে কিনব না আর তোর ভূষণ ব’লে,
মা, তোর ভূষণ ব’লে গলার ফাঁসি।
সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।

Song: Amar Sonar Bangla
Type: Rabindrasangeet
Parjaay: Swadesh
Taal: Dadra (দাদরা )
Style: Baul Sur
Anga: Baul
Published in: Bangadarshan (বঙ্গদর্শন )

প্রেক্ষাপট: বঙ্গভঙ্গ আন্দোলন
রচনাকাল: ১৯০৫ (যদিও গানটির কোনো পাণ্ডুলিপি পাওয়া যায় নি)
সুরের অণুষঙ্গ: শিলাইদহের ডাক-পিয়ন গগন হরকরা রচিত আমি কোথায় পাব তারে আমার মনের মানুষ যে রে
জাতীয় সঙ্গীত: এই গানের প্রথম দশ লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃত।

Video from YouTube for Amar Sonar Bangla :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *