আমার মন কেমন করে
আমার মন কেমন করে
কে জানে, কে জানে,
কে জানে কাহার তরে।
মন কেমন করে।
আমার মন কেমন করে।
কে জানে, কে জানে,
কে জানে কাহার তরে।
মন কেমন করে।
অলখ পথের পাখি গেল ডাকি,
গেল ডাকি সুদূর দিগন্তরে।
আমার মন কেমন করে।
ভাবনাকে মোর ধাওয়ায়
সাগরপারের হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়।
ভাবনাকে মোর ধাওয়ায়
সাগরপারের হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়।
স্বপনবলাকা মেলেছে পাখা,
আমায় বেঁধেছে কে
সোনার পিঞ্জরে ঘরে।
আমার মন কেমন করে।
আমার মন কেমন করে।
কে জানে কে জানে কাহার তরে
মন কেমন করে।
Song: Amar Mon Kemon Kore
Artist: Mita Haque
Type: Rabindrasangeet
Parjaay: Prem
Upa-parjaay: Prem-Boichitra
Taal: Dadra (দাদরা)
Raga: Mishra-Bhairavi (মিশ্র-ভৈরবী)
Swarabitan: 59
Notation by: Shailajaranjan Majumdar
Video from YouTube for Amar Mon Kemon Kore :