মোর বীনা ওঠে কোন সুরে বাজি কোন নব চঞ্চল চন্ধে ।
মম অন্তর কম্পিত আজি নিখিলের হৃদয়স্পন্দে ।।
আসে কোন তরুণ অশান্ত, উড়ে বসনাঞ্চলপ্রান্ত –
আলোকের নৃত্যে বনান্ত মুখরিত অধীর আনন্দে ।।
অম্বরপ্রাঙ্গনমাঝে নিঃসর মঞ্জীর গুঞ্জে ।
অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লবপুঞ্জে ।
কার পদপরশন-আশা তৃণে তৃণে অর্পিলো ভাষা –
সমীরণ বন্ধনহারা উনমন কোন বনগন্ধে ।।
Song: Mor Bina Othe
Parjaay: Prakriti
Upa-parjaay: Basanta
Taal: Kaharwa(কাহারবা)
Raag: Bhairavi
Written on: 1919
Collection: Arupratan
Swarabitan: 42 (Arupratan)
Notation by: Dinendranath Tagore
Movie: Neelimay Neel (1991)
Director: Biresh Chatterjee
Star Casting: Tapas Pal, Indrani Haldar, Sreela Majumdar
Video from YouTube for Mor Bina Othe:
https://www.youtube.com/watch?v=awUv9mjWQ98