মহারাজ, এ কি সাজে এলে হৃদয়পুর মাঝে!
চরণতলে কোটি শশী সূর্য মরে লাজে।
মহারাজ এ কি সাজে-
গর্ব সব টুটিয়া মূর্ছি পড়ে লুটিয়া,
গর্ব সব টুটিয়া মূর্ছি পড়ে লুটিয়া,
সকল মম দেহ মন বীণাসম বাজে।
সকল মম দেহ মন বীণাসম বাজে।
মহারাজ এ কি সাজে এলে হৃদয়পুর মাঝে!
চরণতলে কোটি শশী সূর্য মরে লাজে।
মহারাজ এ কি সাজে-
একি পুলকবেদনা বহিছে মধুবায়ে!
কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে।
একি পুলক বেদনা বহিছে মধুবায়ে!
কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে।
পলক নাহি নয়নে, হেরি না কিছু ভুবনে-
পলক নাহি নয়নে, হেরি না কিছু ভুবনে-
নিরখি শুধু অন্তরে সুন্দর বিরাজে।
মহারাজ একী সাজে এলে হৃদয়পুর মাঝে!
চরণতলে কোটি শশী সূর্য মরে লাজে।
মহারাজ একী সাজে এলে হৃদয়পুর মাঝে!
চরণতলে কোটি শশী সূর্য মরে লাজে।
মহারাজ এ কি সাজে-
Song: Maharajo eki saje
Artist: Sahana Bajpaie
Type: Rabindra Sangeet (Bhanga Gaan)
Parjaay: Puja
Upa-parjaay: Sundar
Taal: Jhaptaal (ঝাঁপ তাল)
Anga: Dhrupad
Written on: 1909
Swarabitan: 36
Notation by: Surendranath Bandopadhyay
Derived from: a hindi song ‘Mere Dund Dal’ (Dhrupad) in raag Behaag.
Movie: Ek Je Chhilo Raja (2018)
Director: Srijit Mukherji
Star Casting: Jisshu Sengupta, Jaya Ahsan, Aparna Sen, Anjan Dutt, Anirban Bhattacharya, Rudranil Ghosh, Rajnandini Paul, Barun Chanda
জন্মলগ্নের গল্প:
অতুলপ্রসাদ সেনের স্মৃতিকথায় খামখেয়ালী সভার সমন্ধে লেখা থেকে জানা যায় – ১৮৯৬ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে গঠিত হয় খামখেয়ালী সভা। এই সভার সভ্যবৃন্দের মধ্যে রাধিকানাথ গোস্বামী। তাঁর গাওয়া উচ্চাঙ্গ সংগীতের উপাদেয় সুরে গান বাঁধতেন কবিগুরু। সেইরকমই একটি গান “মহারাজ একি সাজে”।
তথ্যসুত্র: রবীন্দ্রসংগীত বিচিত্রা (শান্তিদেব ঘোষ )
Making Story:
According to Atulprasad Sen’s writting:
In the year 1896 Rabindranath Tagore formed an association named Khamkheyali Sobha. Radhikanath Goswami, a famous classical singer was a member of that association. Rabindranath Tagore was such a extraordinarily talended person that he used to readily write songs based on that clasical musics.This song is one of them.
Source: Rabindrasangeet Bichitra by Shantidev Ghosh
Video from YouTube for Maharajo eki saje: