পুব-হাওয়াতে দেয় দোলা আজ মরি মরি।
পুব-হাওয়াতে দেয় দোলা…
হৃদয় নদীর কূলে কূলে জাগে লহরী।
মরি মরি
পুব-হাওয়াতে দেয় দোলা আজ মরি মরি।
পুব-হাওয়াতে দেয় দোলা…
পথ চেয়ে তাই একলা ঘাটে
বিনা কাজে সময় কাটে,
পথ চেয়ে তাই একলা ঘাটে
বিনা কাজে সময় কাটে,
পাল তুলে ওই আসে তোমার সুরেরই তরী।
মরি মরি
পুব-হাওয়াতে দেয় দোলা আজ মরি মরি।
পুব-হাওয়াতে দেয় দোলা…
ব্যথা আমার কূল মানে না,
বাধা মানে না।
পরান আমার ঘুম জানে না,
জাগা জানে না।
ব্যথা আমার কূল মানে না,
বাধা মানে না।
পরান আমার ঘুম জানে না,
জাগা জানে না।
মিলবে যে আজ অকূল-পানে
তোমার গানে আমার গানে,
ভেসে যাবে রসের বানে
আজ বিভাবরী।
মরি মরি
পুব-হাওয়াতে দেয় দোলা আজ মরি মরি।
পুব-হাওয়াতে দেয় দোলা…
হৃদয় নদীর কূলে কূলে জাগে লহরী।
মরি মরি
পুব-হাওয়াতে দেয় দোলা আজ মরি মরি।
পুব-হাওয়াতে দেয় দোলা…
Song: Pub Hawate Dei Dola
Artist: Srikanto Acharya
Type: Rabindrasangeet
Parjaay: Prakriti
Upa-parjaay: Borsha
Taal: Kaharwa
Raag: Kafi-Kanara
Written on: 1923
Published in: Probasi
Video from YouTube for Pub Hawate Dei Dola:
https://youtu.be/BBK__j8RYX4