Featured Video Play Icon

Phagun Haway Haway | ফাগুন, হাওয়ায় হাওয়ায়

Rabindra Sangeet

ফাগুন,    হাওয়ায় হাওয়ায় করেছি যে দান –
তোমার  হাওয়ায় হাওয়ায়  করেছি যে দান –
আমার    আপনহারা প্রাণ আমার বাঁধন-ছেঁড়া প্রাণ ।।

তোমার অশোকে-কিংশুকে
অলক্ষ্য রঙ  লাগলো আমার অকরণের সুখে,
তোমার ঝাউয়ের দোলে
মর্মরিয়া ওঠে আমার দুঃখরাতের গান ।।

পূনিমা সন্ধ্যা তোমার রজনীগন্ধায়
রূপসাগরের পারের  পানে উদাসী মন ধায় ।
তোমার    প্রজাপতির পাখা
আমার    আকাশ-চাওয়া মুগ্ধ চোখের রঙিন-স্বপন-মাখা
তোমার চাঁদের আলোয়
মিলায় আমার দুঃখসুখের সকল অবসান ।।

Song: Phagun Haway Haway
Parjaay: Prakriti
Upa-parjaay: Basanta
Taal: Dadra(দাদরা)
Style: Baul Sur
Anga: Baul
Written on: 1931
Collection: Nobin
Swarabitan: 5

Artist : Jayati Chakraborty
Writer and Composer : Rabindranath Tagore

Video from YouTube for Phagun Haway Haway :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *